ঐতিহাসিক জয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত: ২২:১৪, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:২৭, ৬ নভেম্বর ২০২৪
মূলত উইসকনসিন অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এ জয়ের মধ্য দিয়ে আবারও হোয়াইট হাউসে ফিরে আসছেন সাবেক এ প্রেসিডেন্ট। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে রিপাবলিকানরা বলেন, ‘যুক্তরাষ্ট্রবাসী আমাদের এক অবিস্মরণীয় ও শক্তিশালী সুযোগ দিয়েছে।’
এদিকে, আজ বুধবার মার্কিন নির্বাচনের ফলাফলের বিভিন্ন তথ্য প্রকাশিত হতে থাকে। এতে ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, পেনসালভানিয়া ও উইসকনসিনে জয় লাভ করেন বলে তথ্য প্রকাশিত হয়। পরবর্তীতে, তিনি মিশিগান, নেভাদা এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হন।
এভাবে, জনগণের ৫১ শতাংশ ভোট (মোট ৭ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৮৭৪টি ভোট) এবং ২৭৯টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্য দিয়ে নিজের জয় নিশ্চিত করেন ট্রাম্প। একইসঙ্গে, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটও নিজেদের নিয়ন্ত্রণে নেয় রিপাবলিকানরা।
অন্যদিকে, ট্রাম্পের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন মোট ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট। অর্থাৎ, এখনও পর্যন্ত তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৬ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ১৪টি। এর মধ্য দিয়ে তিনি পেয়েছেন মোট ২২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট।
তবে, ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশিত না হওয়ায় এখনও এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি হ্যারিস। একইসঙ্গে, বিশ্বের নানা প্রাপ্ত থেকে বিভিন্ন দেশের সরকার প্রধানরা ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেও হ্যারিস বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তরফ থেকে এমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
সূত্র : বিবিসি, সিএনএন, ডয়চে ভেলে, আল-জাজিরা।