জার্মানির পুরুষ-মহিলা উভয় দলেই খেলতে পারবেন তৃতীয় লিঙ্গের ফুটবলার
খেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ২৫ জুন ২০২২; আপডেট: ২১:৫৫, ২৬ অক্টোবর ২০২২
তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা আগামী মৌসুম থেকে নিজেদের পছন্দমতো পুরুষ বা মহিলা ফুটবল দলে খেলতে পারবেন। এমন বিধান রেখে নতুন নীতি অনুমোদনের ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
এক বিজ্ঞপ্তিতে ডিএফবি জানিয়েছে, 'নতুন এই নীতির ফলে পেশাদার বা অপেশাদার ফুটবলে লিঙ্গবৈচিত্র্যপূর্ণ বা তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা ভবিষ্যতে নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে, তারা পুরুষ দলে খেলবে নাকি নারী দলে। এই নিয়ম রূপান্তরিত বা লিঙ্গান্তরিতদের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে। এখন তারা পছন্দের দলে যেতে পারবে অথবা আগের দলে থাকতে পারবে।'
সূত্র : বাসস।