৩ দেশের ১৬ ভেন্যুতে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬
খেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ১৭ জুন ২০২২; আপডেট: ০১:২৬, ২৯ অক্টোবর ২০২২
২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে। ছবি : টুইটার।
এই প্রথমবারের মতো ৩টি দেশে আয়োজিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরের মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো। আর ওই বছরই বিশ্বকাপে ট্রফির জন্যে লড়বে সর্বোচ্চ ৪৮টি দেশ। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা।
এ বছরেরই নভেম্বরের শেষভাগ থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এই অপেক্ষার মধ্যেই ফুটবলপ্রেমীদের পরবর্তী বিশ্বকাপ লড়াইয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত জানিয়ে দিলো ফিফা। সংস্থাটির প্রকাশ করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১১টি শহরে আয়োজিত হবে ৬০টি ম্যাচ। মেক্সিকো আর কানাডার ভেন্যুগুলোতে হবে ১০টি করে ম্যাচ। ভেন্যুগুলোর বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো :
যুক্তরাষ্ট্র :
আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
নিউইয়র্ক/নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)
মেক্সিকো :
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)
কানাডা :
টরন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)
সূত্র : সিএনএন ও প্রথম আলো অনলাইন।