খেলাধুলা

প্যারিস অলিম্পিক ২০২৪

এ পর্যন্ত ১০টি স্বর্ণপদক নিয়ে এগিয়ে চীন

প্রকাশিত: ২৩:২১, ১ আগস্ট ২০২৪;  আপডেট: ০০:২৬, ২ আগস্ট ২০২৪

এ পর্যন্ত ১০টি স্বর্ণপদক নিয়ে এগিয়ে চীন

এবারের এ আসর গত ২৪ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

ফ্রান্সের প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর অলিম্পিক চলমান রয়েছে। বিশ্বের ২০৬টি দেশের ১০ হাজারের বেশি খেলোয়াড় এখানে বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন। ‘গ্রীষ্মকালীন অলিম্পিক’ নামে পরিচিত এবারের এ আসর গত ২৪ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। ৩২৯টি ইভেন্টের বিভিন্ন খেলায় এখনও পর্যন্ত সর্বোচ্চ পদক পেয়ে এগিয়ে আছে চীন। এর পরের অবস্থান স্বাগতিক ফ্রান্সের। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া এ আসরের চলমান খেলাগুলোতে এ পর্যন্ত শীর্ষ দশে থাকা দেশগুলোর অর্জন নিচে তালিকার মাধ্যমে তুলে ধরা হলো:

র‌্যাঙ্ক    দেশ        স্বর্ণ     রৌপ্য    তাম্র
১        চীন           ১১        ৭        ৪
২       ফ্রান্স            ৮       ১১       ৮
৩      জাপান         ৮        ৩         ৪
৪    অস্ট্রেলিয়া       ৭        ৬        ৪
৫     যুক্তরাষ্ট্র          ৬      ১৩      ১২
৬    গ্রেট ব্রিটেন       ৬       ৭       ৭
৭   দক্ষিণ কোরিয়া    ৬       ৩        ৩
৮     ইতালি              ৪       ৬        ৪
৯     কানাডা             ২       ২        ৩
১০   জার্মানি              ২       ২        ২        

সূত্র : বিবিসি।