বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

পুনর্বিবেচনা করতে পারেন ট্রাম্প

প্রকাশিত: ১৫:৪০, ১৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটড্যান্স-এর মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্টেও বহাল রয়েছে।

আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত টিকটক বন্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই গতকাল শনিবার রাতে চীনের এ ভিডিও শেয়ারিং অ্যাপটি বন্ধ হলো।

যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটড্যান্স-এর মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্টেও বহাল রয়েছে। এ কারণে আইনি প্রক্রিয়ায় বন্ধ হয়ে গেছে অ্যাপটি।

নতুন এ আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্রের কাছে বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় প্রায় ১৭ কোটি মার্কিন ব্যবহারকারী জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি আর ব্যবহার করতে পারছেন না।

টিকটক অ্যাপে প্রবেশের চেষ্টা করলে স্ত্রিনে দেখানো বার্তায় বলা হচ্ছে, 'দুঃখিত, এই মুহূর্তে টিকটক ব্যবহারের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করে জারি করা আইন কার্যকর হয়েছে। এ কারণে আপাতত আপনি টিকটক ব্যবহার করতে পারবেন না।'

তবে, এ নিষেধাজ্ঞা বেশিদিন স্থায়ী হবে না - এমন আশাবাদী ইঙ্গিতও দিয়েছে টিকটক। অ্যাপে ওই বার্তারই আরেক অংশে বলা হয়েছে, 'তবে আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর টিকটক আবার চালু করার জন্য আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর টিকটকের ওপর নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য পিছিয়ে দেওয়ার বিষয়টি হয়তো বিবেচনা করবেন।

সূত্র : ইউএসএ টুডে।