ইউরোপে রেকর্ড-ভাঙ্গা জরিমানার মুখে পড়লো মেটা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ২২ মে ২০২৩
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার শর্ত ভাঙার কারণে মেটাকে জরিমানা গুণতে হবে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিষয়ক আইন ভেঙ্গে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরো জরিমানার মুখে পড়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের ইউরোপিয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে পাচারের দায়ে ইউরোপিয় ইউনিয়ন এই জরিমানা আরোপ করেছে। দ্য ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড আজ সোমবার এ খবর জানায়।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার শর্ত ভাঙার কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ নানা প্রযুক্তির মূল প্রতিষ্ঠান মেটাকে এ জরিমানা গুণতে হবে।
দ্য ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইরিশ ডেটা প্রটেকশন কমিশন ফেসবুকের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য পাচারের এ অভিযোগের বিষয়টি তদন্ত করে। তদন্তের পরিপ্রেক্ষিতে আর্থিক জরিমানার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সার্ভারে পাঠানো ইউরোপিয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ বা ব্যবহার (প্রসেসিং) ছয় মাসের মধ্যে বন্ধ করতেও ফেসবুককে আদেশ দেওয়া হয়েছে।
দ্য ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ডের চেয়ার অ্যান্ড্রিয়া জেলিনেক বলেন, 'মেটার এমন চুক্তিভঙ্গের বিষয়টি খুবই উদ্বেগজনক কারণ প্রতিষ্ঠানটি খুব নিয়মতান্ত্রিকভাবে ও বারবার তথ্য পাঠাচ্ছে।'
তিনি আরও বলেন, 'ইউরোপে ফেসবুকের কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে। তাই পাচার হওয়া ব্যক্তিগত তথ্যের পরিমাণটিও বিশাল। এত বড় অঙ্কের জরিমানা আসলে চুক্তি ভঙ্গকারী এসব প্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা।'
উল্লেখ্য, ডেটা সুরক্ষায় ইউরোপের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) বিধির আওতায় আরোপিত জরিমানার পরিমাণ এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়।
এ আইনের আওতায় এর আগে আরোপ করা সবচেয়ে বড় অঙ্কের জরিমানার পরিমাণ ছিলো ৭৪৬ মিলিয়ন ইউরো (৮০৫.৭ ডলার)। ২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনকে ওই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছিলো।
সূত্র : সিএনএন।