রাজনীতি

আসন্ন মার্কিন নির্বাচন

রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ১৬ জুলাই ২০২৪;  আপডেট: ২২:৫৪, ১৬ জুলাই ২০২৪

রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জেডি ভ্যান্সকে। গতকাল সোমবার দলটির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এ উদ্দেশ্যে গতকাল রিপাবলিকানদের প্রথম জাতীয় সম্মেলনে উপস্থিত দলের নেতা-সমর্থকরা দাঁড়িয়ে ভ্যান্সকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে, ডোনাল্ড ট্রাম্পকেও ব্যাপক উল্লাসধ্বনি ও করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গত শনিবার নির্বাচনী প্রচার কাজ চলাকালে এক বন্দুকধারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। এতে তার ডান কানের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর এ সম্মেলনই ছিলো তার প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার ঘটনা।

এদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর উচ্ছ্বসিত ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বলেন, ‘আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ। ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তিনি আগে একবার এ দেশের জন্য শান্তি ও সমৃদ্ধি এনে দিয়েছেন, আপনাদের সহযোগিতা পেলে তিনি আবারও তা করবেন।’

তবে, ভ্যান্সের প্রার্থিতার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘সে হচ্ছে ট্রাম্পেরই আরেক প্রতিরুপ। আমি এ দু’জনের মধ্যে কোনো পার্থক্য দেখছিনা।’

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্পের উপর সংঘটিত হামলার ঘটনা নিয়ে করা মন্তব্যের কারণে সমালোচনার শিকার হয়েছেন ভ্যান্স। কারণ, এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্তব্য করে বলেন, ‘বাইডেনের নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্য ট্রাম্পকে কর্তৃত্ববাদী একনায়ক হিসেবে প্রমাণিত করা এবং যেকোনো মূল্যে তাকে দমন করা। আর, তাদের এ মনোভাবের কারণেই আজ ট্রাম্প এ ধরনের হামলার শিকার হয়েছেন।’

এদিকে, গর্ভপাতের মতো বিষয়ে ভ্যান্সের মনোভাব চরমপন্থী বলে অভিযোগ করেছে ডেমোক্রেটিক দল। কারণ, সিনেট নির্বাচনের প্রচার চলাকালে ভ্যান্স দেশজুড়ে জারি করা ১৫ সপ্তাহের গর্ভপাত নিষিদ্ধকরণ আদেশে সমর্থন দিয়েছিলেন।

তবে, সে সময় ওহাইওয়ের ভোটররা ২০২৩ সালের গর্ভপাত অধিকার সংক্রান্ত সংশোধনীর পক্ষে সমর্থন জানায়। ফলে, তখন তিনি তার কট্টর অবস্থান কিছুটা শিথিল করতে বাধ্য হন।

অন্যদিকে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও ভ্যান্সের নীতি রিপাবিলকান দলের প্রথম সারির কট্টর ডানপন্থী নেতাদের মতোই। কারণ, তার দলে অন্যান্য নেতার মতো তিনিও ইউক্রেনে ব্যাপক হারে সাহায্য পাঠানোর বিপক্ষে। একইসঙ্গে, প্রতিরক্ষা খাত প্রশ্নে ইউরোপের আরও সামর্থ্য বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তিনি।

সূত্র : ডয়চে ভেলে।