যুক্তরাষ্ট্রের স্কুলে গুলির ঘটনা : নিহত ১, আহত ৫
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৫ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৬:০১, ৫ জানুয়ারি ২০২৪
বর্তমানে পেরির ওই স্কুল প্রাঙ্গন নিরাপদ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে সংঘটিত গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অঙ্গরাজ্যটির ডালাস কাউন্টির পেরি নামের জেলার একটি স্কুলে গতকাল মঙ্গলবার সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। বন্দুকধারী একই স্কুলের সাবেক শিক্ষার্থী বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
আহত ৫ জনের মধ্যে ৪ জন শিক্ষার্থী এবং একজন স্কুলের কর্তৃপক্ষ বলে জানা গেছে। তিনি পেরি স্কুলের প্রিন্সিপাল হয়ে থাকতে পারেন বলে একটি সূত্রে জানানো হয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে গোলাগুলির ঘটনার সঙ্গে জড়িত সাবেক ওই শিক্ষার্থীর নাম ডিলেন বাটলার বলে আইওয়ার ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এর সহকারী পরিচালক মিচ মরর্টভেডট জানান।
মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মরর্টভেডট আরও বলেন যে, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং এ সময় স্কুল প্রাঙ্গনে বেশ কয়েকজনকে গুলির আঘাতে আহত অবস্থায় দেখতে পায়। একইসঙ্গে বন্দুকধারীকেও তার নিজ বন্দুকের গুলির আঘাতে আহত অবস্থায় আটক করা হয়। পরে ওই বন্দুকধারীর মৃত্যু হয় বলে জানান তিনি।
এ সময় স্কুলে তল্লাশী চালিয়ে একটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার করা হয় বলেও জানানো হয়। এছাড়া বন্দুকধারীর কাছে একটি শটগান ও হ্যান্ডগান ছিলো এবং গুলি চালানোর সময় সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ কয়েকটি পোস্ট দেয় বলে ওই সংবাদ সম্মেলনে পুলিশ জানায়।
তবে ওই বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে এ সংক্রান্ত আর কোনো হুমকি নেই বলে বিভিন্ন তথ্য-প্রমাণে জানা গেছে। পুলিশের তরফ থেকে এ বিষয়ে নিশ্চিত করে আরও বলা হয়, ‘পুরো ঘটনাটিই শুধু পেরির হাই স্কুলে ঘটেছে, এবং স্কুল শুরুর অনেক আগে ঘটনাটি ঘটেছে যখন স্কুলে খুব বেশি শিক্ষার্থী ছিলো না। তবে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয় এবং মাত্র এক ঘণ্টার মধ্যে কমপক্ষে ১৫০ জন স্থানীয়, রাজ্য এবং ফেডারেল সংস্থার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।’
এদিকে পেরির বাসিন্দাদের প্রতি সমবেদনা জানিয়ে আইওয়ার গভর্নর কিম রেইনল্ডস এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কান্ডজ্ঞানহীন এ ট্রাজেডিতে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। আমরা পেরির সব শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের পাশে আছি।’
উল্লেখ্য, গান ভায়োলেন্স আর্কাইভের মতে, নতুন বছর শুরুর মাত্র ৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে এ নিয়ে ৪টি এ ধরনের নির্বিচার গুলির ঘটনা ঘটলো। এর মধ্যে নতুন বছরে স্কুল প্রাঙ্গনে সংঘটিত গুলির ঘটনার মধ্যে এটি দ্বিতীয়।
যুক্তরাষ্ট্রে বিরামহীনভাবে এ ধরনের ঘটনা ঘটে চলেছে উল্লেখ করে বন্দুক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত সংস্থা ব্রেডি ইউনাইটেড এগেইনস্ট গান ভায়োলেন্স এর প্রেসিডেন্ট ক্রিস ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘নতুন বছর, সেই একই ভয়ানক পরিস্থিতি।’
পেরির বাসিন্দাদের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, ‘পেরি হাই স্কুল বা আমাদের দেশের কোনো শিক্ষার্থীরই নতুন বছরটি এভাবে শুরু হোক, তা কাম্য নয়। এ বছরই আমাদের ভয়াবহ এ মহামারি চিরতরে বন্ধ করতে হবে।’
সূত্র : সিএনএন।