মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে আবারও গুলির ঘটনা
বেশ কয়েকজন আহত
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:২৯, ৪ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৬:০৩, ৫ জানুয়ারি ২০২৪
বর্তমানে পেরির স্কুল চত্বর নিরাপদ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি : সিএনএন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির ডালাস কাউন্টির পেরি নামের জেলার একটি স্কুলে আজ মঙ্গলবার গোলাগুলির এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বিচার এ গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এর সঠিক সংখ্যাটি এখনও জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় কারও নিহতের খবরও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ডালাস কাউন্টির পুলিশের প্রধান অ্যাডাম ইনফান্তে।
তবে ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। একইসঙ্গে এ ঘটনায় বন্দুকধারী নিহত হয়েছে এবং বর্তমানে ওই এলাকা নিরাপদ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে বন্দুকধারীর পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। কিন্তু এ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে এ ঘটনা তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কাজ করছে বলে সংস্থাটির এক বিবৃতিতে জাননো হয়েছে। এতে বলা হয়, ‘আমরা আইওয়ার প্রধান তদন্ত সংস্থার সঙ্গে যৌথভাবে এ ঘটনাটি নিয়ে তদন্ত করছি।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ঘটনাটির বিষয়ে খোঁজখবর রাখছেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস থেকে আইওয়ার গভর্নর কিম রেন্ডলসের কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ছিলো দেশটিতে নতুন সেমিস্টারের ক্লাস শুরুর প্রথম দিন। তবে স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে সাতটায় গোলাগুলির ঘটনার সময় ক্লাশ শুরু হয়নি বলে জানা গেছে। এ সময় ক্যাম্পাসে লোকসমাগমও তেমন ছিলো না বলেও জানা যায়। তবে এ ঘটনার পর পেরির মঙ্গলবার দিনের নির্ধারিত সব ক্লাশ বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে...
সূত্র : সিএনএন, ডয়েচ ভেলে।