রাজনীতি

আবারো ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ৩১ আগস্ট ২০২২;  আপডেট: ০০:০৪, ১ সেপ্টেম্বর ২০২২

আবারো ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

বেশ কিছুদিন ধরেই এ লাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে গ্যাজপ্রম।

ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। পাইপলাইনে মেরামতের কারণ দেখিয়ে আজ বুধবার থেকে পরবর্তী তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে মেরামত কাজ চলবে বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ব গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। তবে আরো আগে থেকেই এ পাইপলাইন দিয়ে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে রাশিয়া।

অবশ্য, কিছুদিনের মধ্যে রাশিয়া আবারো গ্যাস সরবরাহ শুরু করলে এ চাপ সামলে নিতে পারবে বলে আশা করছে জার্মানি। তবে গ্যাস সরবরাহের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে কেউই নিশ্চিত নয় বলেও জার্মানি মন্তব্য করেছে।

অনিয়মিত সরবরাহের কারণে এরই মধ্যে গ্যাসের দাম অতিরিক্ত হারে বেড়েছে। এর প্রভাব শুধু ইউরোপে নয় বরং সারা বিশ্বেই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় নেতারা শুরু থেকেই অভিযোগ করে আসছেন, পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলতেই রাশিয়া গ্যাস সরবরাহে কৃত্রিম সঙ্কট তৈরি করছে। এভাবে গ্যাসের দাম বাড়িয়ে দেশটি পশ্চিমা বিশ্বকে চাপে ফেলতে চাইছে। রাশিয়া অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ২০১১ সালে নর্ড স্ট্রিম ১ নামের এ পাইপলাইন চালু করে রাশিয়া। ১,২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এ পাইপলাইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছের উপকূল থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানির উত্তর-পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত। এ পাইপলাইন দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস রাশিয়া থেকে জার্মানিতে সরবরাহ করা সম্ভব। তবে, গত জুলাইয়ে রাশিয়া মেরামতের কারণ দেখিয়ে টানা ১০ দিন এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখে। বর্তমানে এ পাইপলাইন দিয়ে মোট সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছে গ্যাজপ্রম। এ ক্ষেত্রেও তারা তাদের পাইপলাইনে ত্রুটির কথাই বলছে।

সূত্র : বিবিসি।