শিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিলো : পুলিশ
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ১০ জুলাই ২০২২; আপডেট: ০১:২০, ২৯ অক্টোবর ২০২২
নারা শহরের এই স্থানেই শিনজো আবেকে গুলি করা হয়েছিলো। তার স্মরণে শোকাহত নাগরিকদের শ্রদ্ধা নিবেদন।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিলো বলে জানিয়েছে দেশটির নারা শহরের পুলিশ। ওই শহরেই রাজনৈতিক পথসভায় ভাষণ দেওয়ার সময় গত শুক্রবার তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। নারা পুলিশের প্রধান তোমোয়াকি ওনিজুকা বলেছেন, '(নিরাপত্তা) ব্যবস্থায় যে সমস্যা ছিলো, তা অস্বীকার করার উপায় নেই। এ ঘটনার দায়ও আমি নিচ্ছি।'
শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারা শহরে পথসভায় অংশ নিয়েছিলেন শিনজো আবে। এরপর তার আরো দুটি শহরে প্রচারণায় যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু নারার সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তেতসুইয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তি তাকে লক্ষ করে গুলি চালায়। এতে তিনি ঘাড়ে ও হৃদযন্ত্রে গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
চলছে নির্বাচন : ভোট বাড়তে পারে এলডিপির
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টা থেকে শুরু হয়েছে জাপানের সংসদের উচ্চ কক্ষের নির্বাচনের ভোট। বিশ্লেষকরা মনে করছেন, আবের হত্যাকাণ্ড এলডিপির প্রতি ভোটারদের সহানুভূতি বাড়াবে এবং এ কারণে নির্বাচনে দলটির ভোট বাড়বে।
সূত্র : সিএনএন ও বিবিসি।