রাজনীতি

পাকিস্তানে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলা

জিম্মিদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১২ মার্চ ২০২৫;  আপডেট: ২৩:৫২, ১২ মার্চ ২০২৫

জিম্মিদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযান

জিম্মি উদ্ধার ও হামলাকারীদের আটকে সেনাবাহিনীর তৎপরতা। ছবি : সিএনএন।

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করে যাত্রীদের জিম্মি করার ঘটনায় উদ্ধার তৎপরতা শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী দলের হাতে জিম্মি ১৯০ যাত্রীকে এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। আরও প্রায় কয়েকশ’ জিম্মি উদ্ধারে অব্যাহত অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 

আজ বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে এ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী দল একটি ট্রেন হাইজ্যাক করে। সে সময় ট্রেনটিতে সেনা সদস্যসহ ৪৫০ জন যাত্রী ছিলো। 

ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েট্টা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিলো। এ সময় সিবি নামের জেলা অতিক্রম করার সময় বিএলএ যোদ্ধারা রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেনটিতে গুলি করতে শুরু করে। 

বর্তমানে ট্রেনটিতে আরও প্রায় ২৫০ যাত্রী জিম্মি অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। তবে, বিএলএ যোদ্ধারা নিজেদের গায়ে বিস্ফোরক সংযুক্ত করে রাখায় জিম্মি উদ্ধারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সেনাবাহিনীকে। 

এরইমধ্যে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ বিদ্রোহী নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। এছাড়া, আরও প্রায় ১০ যাত্রী ও সেনা সদস্য নিহত হয়েছে বলে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। এ সময় নিজেদের বাঁচাতে বিদ্রোহীরা ট্রেনে থাকা নারী ও শিশু যাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করে বলে সেনাবাহিনী জানায়।

এদিকে, বর্তমান এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের স্বাধীনতাকামী এ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। একইসঙ্গে, তারা জিম্মি বিনিময় সংক্রান্ত আলোচনায় আগ্রহী বলেও জানায়। 

তবে, সে ক্ষেত্রে বর্তমানে কারাগারে আটক বেলুচ রাজনীতিবিদ, আন্দোলনকারী ও বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানানো হয়। তারা বিভিন্ন সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। 

কিন্তু, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি। 

বরং, দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাহ শরীফ একে ‘জঙ্গি হামলা’ বলে কঠোরভাবে এর নিন্দা করেছেন। তাদের পক্ষে সরকারের মুখপাত্র এ তথ্য জানান। 

একইসঙ্গে, এ গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানের তালেবানদের যোগাযোগ রয়েছে এবং এসব হামলায় তারা ইন্ধন জোগায় বলে অভিযোগ রয়েছে পাকিস্তানের তরফ থেকে। তবে, বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার।  

 উদ্ধার করা জিম্মিদের বেলুচিস্তানের একটি স্টেশন কক্ষে রাখা হয়। ছবি : সিএনএন।

বিতর্কিত অঞ্চল বেলুচিস্তান

তেল ও খনি সমৃদ্ধ বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ। দেশটির সংখ্যালঘু বেলুচ সম্প্রদায়ের বসবাস এ প্রদেশে। কিন্তু, তারা অব্যাহতভাবে কেন্দ্রীয় সরকারের বৈষম্যের শিকার হয়ে আসছে বলে প্রদেশটির বাসিন্দাদের অভিযোগ। এছাড়া, প্রায়ই বহিরাগতরা এসে প্রদেশটির প্রাকৃতিক সম্পদ আহরণ করে নিয়ে যায় বলে দাবি বিএলএর। 

এ অবস্থায়, নিজেদের সার্বভৌমত্বের দাবিতে প্রায়ই ট্রেন ও বাসে হামলা করে সংগঠনটি। পাকিস্তানি নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকদের উপরও প্রায়ই হামলা চালানো হয়। 

গত নভেম্বরে কোয়েট্টার একটি ট্রেন স্টেশনে বিএলএর চালানো এরকমেরই এক আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাস থেকে নামিয়ে ৭ পাঞ্জবিকে হত্যা করে তারা। 

এছাড়া, আরব সাগরের কাছাকাছি চলমান সরকারি উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট অবকাঠামো ও চীনা নাগরিকও প্রায়ই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 

উল্লেখ্য, পাকিস্তান সরকারসহ মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৩ হাজার যোদ্ধা নিয়ে গঠিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএকে জঙ্গি সংগঠন হিসেবে অ্যাখ্যা দিয়েছে। 

সূত্র : আল-জাজিরা ও সিএনএন।