রাজনীতি

জার্মানির জাতীয় নির্বাচন : ডানপন্থীদের বিজয় ও সরকার গঠনের সম্ভাবনা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫;  আপডেট: ২২:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানির জাতীয় নির্বাচন : ডানপন্থীদের বিজয় ও সরকার গঠনের সম্ভাবনা

ফ্রেডরিক মেৎর্স চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জার্মানিকে ‘যৌক্তিকভাবে` পরিচালনা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। 

জার্মানির জাতীয় নির্বাচনে দেশটির রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিকস ইউনিয়ন (সিডিইউ) এবং তাদের অংশীদার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে তারা দেশটিতে জোট সরকার গঠন করতে যাচ্ছে বলে প্রাদেশিক ফলাফলের ভিত্তিতে জানা গেছে। আজ সোমবার জার্মানির নির্বাচনের এসব তথ্য জানানো হয়েছে।  

একইসঙ্গে, সিডিইউর প্রধান ফ্রেডরিক মেৎর্স জার্মানির পরবর্তী চ্যান্সেলর নির্বাচিত হতে যাচ্ছেন বলেই ধারণা করা যাচ্ছে।

এদিকে, প্রথম দফার ভোটের পর মোট ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বর্তমানে শীর্ষে রয়েছে রক্ষণশীল এবং ডানপন্থী দল সিডিইউ এবং সিএসইউ। অন্যদিকে, অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) নামের কট্টর ডানপন্থী এবং অভিবাসন বিরোধী দলটি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

এছাড়া, ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মধ্য বামপন্থী দল দ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। ২০২১ সালের বিজয়ী ও ক্ষমতাসীন এ দলটির এবারের এ ভোটের সংখ্যা গতবারের তুলনায় ১০ শতাংশ কম। এ বিষয়ে দলটির বিদায়ী চ্যান্সেলর ওলফ শুলৎজ বলেন, ‘আমরা বাজেভাবে হেরেছি এবং আমি এর পুরো দায়ভার নিচ্ছি।’

এদিকে, জার্মানির বাম দলগুলোর মধ্যে উদারপন্থী ও পরিবেশবাদী দল গ্রিনস পার্টি পেয়েছে ১১ দশমিক ৬ এবং কট্টর বামপন্থী দল সোশ্যালিস্ট লেফ্ট পার্টি পেয়েছে ৮ দশমিক ৮ শতাংশ ভোট। এর মধ্য দিয়ে সংসদে আসন নিশ্চিত করতে পেরেছে দলগুলো। প্রাদেশিক ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, জার্মানির সংসদে এবার সিডিইউ/সিএসইউ জোট ২০৮টি আসন পেতে যাচ্ছে। এছাড়া, এএফডি ১৫২টি, এসপিডি ১২০টি, পরিবেশবাদীরা ৮৫টি এবং কট্টর বামপন্থীরা ৬৪টি আসন পেতে যাচ্ছে। 

এদিকে, অ্যাঙ্গেলা মার্কেলের দল সিডিইউ থেকে এবার ফ্রেডরিক মেৎর্স চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জার্মানিকে ‘যৌক্তিকভাবে' পরিচালনা করবেন এবং ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুক্ত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। 

একইসঙ্গে, ইউক্রেন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের দূরত্ব বাড়ার দিকে ইঙ্গিত করে গতকাল রবিবার মেৎর্স বলেন, ‘এ বিষয়টিকে এখন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কার্যকর কোনো ফলাফল পাবো না।’ 

এক্ষেত্রে, ইউরোপ ইউক্রেনের সঙ্গে থাকবে এবং শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবে বলে সোমবার তার দল বিজয়ী হওয়ার পর ফ্রেডরিক মেৎর্স জানান।

তবে, এবার সরকার গঠন করতে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন মেৎর্স। কারণ, সরকার গঠন করতে হলে দলটিকে সংসদের ৬৩০টি আসনের মধ্যে কমপক্ষে ৩১৬টি আসন পেতে হবে। এ অবস্থায় এবারও তার দলকে কট্টর ডানপন্থী এএফডির সঙ্গে জোট করতে হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, এর মধ্য দিয়ে সিডিইউ এবং সিএসইউর পক্ষে মোট ৩২৮টি আসন পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে ১৯৬৬ থেকে ১৯৬৯ সালে পশ্চিম জার্মানিতে চারবার এসপিডির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছিলো সিডিইউ/সিএসইউ। পরবর্তীতে, অ্যাঙ্গেলা মার্কেলের শাসনামলে তিনবার এ দলগুলো জোটবদ্ধ হয়।

সূত্র : আল-জাজিরা।