রাজনীতি

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি

চার ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর হামাসের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫;  আপডেট: ২২:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চার ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর হামাসের

মরদেহগুলো ইসরায়েলের কাছে হস্তান্তরে সাহায্য করে রেডক্রস।

ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী দল হামাস চার ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। দক্ষিণ গাজার খান ইউনিসে আইসিআরসির (ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস) মাধ্যমে আজ বৃহস্পতিবার মরদেহগুলো ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়।

এদের মধ্যে এক ইসরায়েলি নারী ও তার দুই শিশু সন্তান এবং ৮৩ বছর বয়স্ক এক ইসরায়েলি ব্যক্তির মরদেহ রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় তাদের আটক করেছিলো হামাস। 

তবে, তাদের মৃত্যুর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়ী বলে হামাস থেকে অভিযোগ করা হয়। কারণ, তাদের বন্দিশালায় ইসরায়েলি বোমা হামলায় এ বন্দীদের মৃত্যু হয়েছে বলে দাবি করে হামাস। 

এক বিবৃতিতে হামাস বলে, ‘আমরা বন্দীদের বাঁচিয়ে রাখার সব চেষ্টাই করেছি। প্রয়োজনীয় সব জিনিসই আমরা তাদের সরবরাহ করেছি এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি। কিন্তু, ইসরায়েলি সেনারা তাদের হত্যা করেছে।’ 

এতে আরও বলা হয়, ‘আজ অপরাধী নেতানিয়াহু তাদের লাশ দেখে মায়া কান্না করছে যার পুরোটাই হত্যার মতো অপরাধ থেকে বাঁচার জন্য তার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়।’ 

বিবৃতিতে হামাস আরও জানায় যে, আমরা অবশ্যই তোমাদের সন্তানদের তোমাদের কাছে জীবিত ফিরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু, তোমাদের সেনাবাহিনী ও সরকার তাদের ফিরিয়ে নেওয়ার পরিবর্তে তাদের হত্যা করেছে। 

ইসলায়েলে নিয়ে যাওয়ার পর মরদেহগুলোর প্রয়োজনীয় পরিচয় শনাক্তকরণ পরীক্ষা করা হবে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। 

এদিকে, আজকের এ মরদেহ হস্তান্তরের পর আগামী শনিবার আরও ৬ জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এর বিনিময়ে ১০০ এরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। যুদ্ধ চলাকালীন তাদের গাজা থেকে আটক করেছিলো ইসরায়েলি সেনাবাহিনী। 

উল্লেখ্য, মূলত যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে এ বন্দী বিনিময় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন। এদের মধ্যে অনেককেই কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই আটক ও বন্দী করে রাখা হয়েছে। 

এ অবস্থায়, যুদ্ধ সমাপ্তির পথ প্রশস্থ করতে প্রথম পর্যায়ে বন্দী প্রায় ২ হাজার  ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ৩৩ জন আটক ইসরায়েলিকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয় হামাস। এক্ষেত্রে, ১৯ ইসরায়েলি বন্দীকে এরইমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।  

দ্বিতীয় পর্যায়ের আলোচনার ভিত্তিতে আরও ৬০ বন্দীকে মুক্তি দিতে পারে হামাস। তবে, সে ক্ষেত্রে পুরোপুরিভাবে যুদ্ধ সমাপ্তির জন্য গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত দেয় হামাস। 

ইসরায়েলের সঙ্গে হামাসের এ যুদ্ধে এ পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অনেকের মরদেহ এখনও বিধ্বস্ত গাজার ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হয়। 

সূত্র : আল-জাজিরা।