রাজনীতি

জার্মানিতে মানুষের জটলায় গাড়ি হামলা : কমপক্ষে ২৮ জন আহত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫;  আপডেট: ২১:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানিতে মানুষের জটলায় গাড়ি হামলা : কমপক্ষে ২৮ জন আহত

হামলায় ব্যবহৃত গাড়ি থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ।

জার্মানির মিউনিখ শহরে গাড়ি চাপা পড়ে কমপক্ষে ২৮ জন আহত হয়েছে। শহরটির একটি জায়গায় কিছু মানুষের জটলার উপর গাড়ি নিয়ে হামলা করলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জার্মানির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গাড়ি হামলার এ ঘটনা ঘটে। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় গাড়ি চালকের অবস্থা সম্পর্কেও কিছু বলা হয়নি।

তবে, ঘটনাস্থল থেকে চালককে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়।

এদিকে, একে ‘ভয়ঙ্কর হামলা’ উল্লেখ করে জার্মান চ্যান্সেলর ওলফ সুলৎজ এক্সে প্রকাশিত এক বার্তায় আজ বলেন, ‘মিউনিখের ভয়াবহ এ হামলার ঘটনায় আমরা স্তম্ভিত। দোষীকে বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’

মিউনিখ শহরের মেয়র ডায়েটার রেইটার এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

এদিকে, গাড়ির চালক ২৪ বছর বয়সী আফগান শরণার্থী বলে আল-জাজিরার জার্মান প্রতিবেদক ডমিনিক ক্যান জানিয়েছেন। মাদক চোরাচালান ও চুরির মামলায় জার্মান পুলিশের অপরাধীর তালিকায় তার নাম রয়েছে বলেও ডমিনিক জানান।

উল্লেখ্য, আগামী সপ্তাহে জার্মানিতে কেন্দ্রীয় সরকার নির্বাচনের দিন ধার্য রয়েছে। এর আগ মুহূর্তে এ ধরনের হামলা ঘটনায় দেশটিতে নিরাপত্তা নিয়ে আবার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এর আগে আরও বেশ কিছু এ ধরনের হামলার ঘটনা ঘটে।

এদিকে, ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, প্রায় ৬ কোটি অভিবাসী ও শরণার্থী বর্তমানে দেশটির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সূত্র : আল-জাজিরা।