রাজনীতি

নারীদের একমাত্র রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান সরকার

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫;  আপডেট: ২০:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নারীদের একমাত্র রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান সরকার

২০২১ সালের ২৮ নভেম্বর বেগম রেডিও স্টেশনে একটি অনুষ্ঠান সম্প্রচারের সময় তোলা ছবি।

আফগানিস্তানে নারী কর্মীদের পরিচালিত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। গতকাল মঙ্গলবার স্টেশনটিতে অভিযান চালিয়ে এটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রাজধানী কাবুলভিত্তিক বেগম নামের এ রেডিও চ্যানেলটি পুরোপুরিভাবে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হতো। এতে বিষয় হিসেবেও নারী শিক্ষাসহ এ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হতো।

গতকাল আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পরিচালিত এ অভিযানের সময় স্টেশনের সব কর্মীকে আটক করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত কম্পিউটার, হার্ড ড্রাইভস, জরুরি নথি ও টেলিফোন জব্দ করা হয়। একইসঙ্গে, বেগমের নারী সাংবাদিকদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে এ প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

এদিকে, রেডিও স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে, স্টেশনটি সম্প্রচার নীতমালা ও লাইসেন্সের অপব্যবহার করছে বলে অভিযোগ করে সরকার। একইসঙ্গে, এটি বিতর্কিত বিষয়সহ ভিনদেশী একটি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে বলেও অভিযোগ করা হয়।

তবে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সব অভিযোগ বাতিল করে রেডিও স্টেশনটি আবার চালুর দাবি জানিয়েছে রিপোটার্স উইদাউট বর্ডাস নামে একটি স্বাধীন মানবাধিকার সংগঠন।

এদিকে, সম্প্রচার বন্ধের আগে প্রতিদিন ছয় ঘণ্টার একটি শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করতো রেডিও বেগম। এছাড়া, পুরো আফগানিস্তানের নারীদের জন্য স্বাস্থ্য, মনোবিজ্ঞান এবং অধ্যাত্মিক বিষয় নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করতো স্টেশনটি।

একইসঙ্গে, তারা আফগান মেয়ে শিশুদের জন্য শিক্ষা এবং নারীদের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাতো এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলো না বলে জানায়।

উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে জনসমক্ষে নারীদের উপস্থিতি ও অবস্থান বন্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে তালেবান সরকার। রেডিও স্টেশনটি বন্ধ করার মধ্য দিয়ে এ ধারা চলমান রাখলো মধ্যপ্রাচ্যের এ দেশটি।

সূত্র : সিএনএন।