গাজায় যুদ্ধবিরতি শুরু
তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০৯, ২০ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের মধ্যস্থতায় জিম্মি এ তিন নারীকে গাজা শহরে মুক্তি দেয় হামাস।
ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী দল হামাসের কাছে জিম্মি তিন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। আজ রবিবার গাজায় যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। তারা গত ১৫ মাস হামাসের কাছে জিম্মি ছিলো। জিম্মি এ তিনজনই নারী।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের মধ্যস্থতায় জিম্মি এ তিন নারীকে গাজা শহরে মুক্তি দেয় হামাস। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় ইসরায়েলের রাজধানী তেল-আবিবে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং তাদেরকে উল্লাস করতে দেখা যায়।
এদিকে, ইসরায়েলের কারাগারে বন্দী ৯০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে জিম্মি বাকি ৩৩ ইসরায়েলিকে মুক্ত করা হবে বলে হামাসের তরফ থেকে জানানো হয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে এ বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
অন্যদিকে, আজ স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় গাজায় দীর্ঘ প্রতীক্ষিত এ যুদ্ধ বিরতি কার্যকর হয়। এর পর পরই গাজার দক্ষিণ ও উত্তরের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয় বলে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আবারও নিজ শহরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে একসময় যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে পড়া গাজাবাসী। একইসঙ্গে, প্রয়োজনীয় সামগ্রীসহ গাজায় প্রবেশ করতে দেখা গেছে অনেক ত্রাণের ট্রাক।
তবে, যুদ্ধবিরতি কার্যকর হতে প্রায় তিন ঘণ্টা দেরি হওয়ার সময়টিতে গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে আরও ১৯ জনের মৃত্যু হয় বলে হামাস নিয়ন্ত্রিত সেনা প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রথম হামলা চালায় হামাস। এ সময় তারা ১ হাজার ২০০ জনকে হত্যা করাসহ আরও প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে বন্দী করে রাখে।
এ ঘটনার পরদিনই হামাস নির্মূলে গাজায় হামলা শুরু করে ইসরায়েল, যা টানা দেড় বছর ধরে চলমান ছিলো। আর, এ হামলায় এ পর্যন্ত ৪৬ হাজার ৯০০ এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। দীর্ঘ এ সময়ে আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ১০ হাজার ৭৫০ জন।
সূত্র : বিবিসি, সিএনএন, ডয়চে ভেলে, আল-জাজিরা।