রাজনীতি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

ভারতের কঠিন সময়ে দুর্বল অর্থনীতিকে টেনে তোলার কৃতিত্ব মনমোহন সিংয়ের। ছবি : সংগৃহীত।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মনমোহন সিং। গত কয়েক মাস ধরে তিনি বেশি অসুস্থ ছিলেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী মনমোহন সিংকে বন্ধু হিসেবে উল্লেখ করে শোক জানিয়ে বলেছেন, মনমোহন সিংয়ের মৃত্যু তার কাছে ব্যক্তিগত ক্ষতি। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশটির বিভিন্ন দল ও পর্যায়ের নেতাকর্মীরাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

টানা দুই মেয়াদে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের সরকারে (১৯৯১-৯৬) অর্থমন্ত্রী ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।

দেশটির কঠিন সময়ে দুর্বল অর্থনীতিকে টেনে তোলার কৃতিত্ব দেওয়া হয় মনমোহন সিংকে। প্রয়োজনের বেশি কথা বলতেন না বলে বিরোধীরা তাকে ডাকতেন 'মৌনমোহন'।

উল্লেখ্য, ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম মনমোহন সিংয়ের। ১৯৪৭ সালে দেশভাগের সময় তিনি সপরিবারে বর্তমান ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে আসেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

তথ্যসূত্র : এনডিটিভি, দ্য হিন্দু, সিএনএন ও রয়টার্স।