ভারতে মসজিদে জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:৫৬, ২৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৫৯, ২৫ নভেম্বর ২০২৪
পরিস্থিতি নিয়ন্ত্রণে সামভাল শহরে পুশিল মোতায়েন করা হয়।
ভারতে একটি মসজিদে সরকারিভাবে পরিচালিত জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে বলে আজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এ ঘটনার পর পর দেশটির উত্তরাঞ্চলের ওই এলাকার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করাসহ ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়।
১৬ শতকের ওই মসজিদটি হিন্দুদের মন্দিরের জায়গায় স্থাপিত হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখতেই এ জরিপের উদ্যোগ নেয় সরকার।
ভারতের উত্তর প্রদেশে আদালতের আদেশে সরকার থেকে একটি দল সামভাল নামের এলাকার শাহি জামে মসজিদ জরিপ করতে যায়। মূলত, একজন হিন্দু আইনজীবীর পিটিশনের পরিপ্রেক্ষিতে এ জরিপের উদ্যোগ নেওয়া হয়। ওই পিটিশনে হিন্দুদের মন্দিরের জায়গায় ওই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে, জরিপ দলটি ওই স্থানে পৌঁছলে সেখানে প্রায় ১ হাজার মুসলিম বিক্ষোভকারী জড়ো হয়। বিক্ষোভকারীদের দমনে পুলিশ মোতায়েন করা হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং তাদের দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।
এ অবস্থায় সামভাল এলাকার সব বিদ্যালয় ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই শহরে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
উল্লেখ্য, ভারতের অধিকাংশ হিন্দুত্ববাদী সংগঠনই দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সম্পর্কিত। ভারতে মোগল আমলে নির্মিত অনেক মসজিদই হিন্দুদের মন্দিরের জায়গায় নির্মিত বলে দলটি বহু বছর থেকে দাবি করে আসছে।
সূত্র : ডয়চে ভেলে।