নির্বাচনী প্রচারণায় হামলা
আততায়ীর গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত: ২২:৩৪, ১৪ জুলাই ২০২৪; আপডেট: ২২:৪০, ১৪ জুলাই ২০২৪
হামলার ঘটনার পর তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকালে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চলাকালীন তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। তার ডান কানের উপরে গুলি লাগে এবং এতে তিনি আহত হন বলে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প জানান।
এ ঘটনায় বন্দুকধারী ও কমপক্ষে একজন দর্শক নিহত হয়েছে বলে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছেন। এছাড়াও, আরও দু’জন গুরুতর আহত হয়েছে।
ঘটনার পর পরই ট্রাম্পকে তার দেহরক্ষীরা নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানানো হয়েছে। এ সময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে তার কান থেকে মুখমণ্ডলে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।
বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রকস (২০) বলে জানিয়েছে এফবিআই। সে পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা বলে জানা গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্থান থেকে কিছুটা দূরের একটি ভবনের ছাদ থেকে এ বন্দুকধারী বেশ কয়েকবার গুলি ছুঁড়ে বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং এ ধরনের সহিংসতার কঠোর সমালোচনা করেন।
এদিকে, ঘটনার কয়েক ঘণ্টা পর তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দেন ট্রাম্প। তার জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এমন দুঃসময়ে আমাদের ভয় পেলে চলবেনা। বরং, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
একইসঙ্গে তিনি এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘এ ঘটনায় যারা আহত হয়েছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর, বর্বরোচিত এ হামলায় যারা নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
উল্লেখ্য, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। একইসঙ্গে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
সূত্র: বিবিসি, সিএনএন, ডয়চে ভেলে, আল-জাজিরা।