তাইওয়ান ইস্যুতে কোনো আপস নয় : যুক্তরাষ্ট্রকে চীন
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ১১:২২, ১১ জানুয়ারি ২০২৪; আপডেট: ০১:০১, ১৩ জানুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চীন-মার্কিন সামরিক বাহিনীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : ডেইলি নিউজ।
তাইওয়ান ইস্যুতে কখনো কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক সামরিক বৈঠকে এ কথা জানায় দেশটি। ২০২১ সালের পর এটিই দেশ দুটির মধ্যে এ ধরনের কোনো বৈঠক।
চীনের পক্ষ থেকে এমন এক সময় এ ধরনের মন্তব্য এলো যখন আর মাত্র দুইদিন পর অর্থাৎ আগামী শনিবারই তাইওয়ানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সেনাবাহিনী থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় চীন বলে, ‘চীন সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর ও স্থিতিশীল সেনা সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের অবশ্যই চীনের অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অর্থাৎ তাইওয়ান ইস্যুতে চীন কখনোই কোনো ধরনের আপস বা সমঝোতায় যাবে না এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন তাইওয়ানের স্বাধীনতা নয় বরং আমাদের এক চীন নীতির প্রতি সমর্থন জানায়।’
এশিয়া অঞ্চলের আধিপত্য প্রশ্নে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ান বরাবরই একটি জটিল বিষয় হিসেবে আর্বিভূত হয়। ২০২২ সালে মার্কিন সংসদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। সে সময় এর প্রতিবাদ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানায় চীন।
তবে গত নভেম্বরে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতেই আবারও দেশ দুটির মধ্যে এ সামরিক বৈঠক অনুষ্ঠিত হলো। ওয়াশিংটনে দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকের মঙ্গলবার ছিলো শেষ দিন।
এদিকে মঙ্গলবারই তাইওয়ানের দক্ষিণাঞ্চলের আকাশে চীনের একটি স্যাটেলাই দৃশ্যমান হয়। তাইওয়ানের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চীন নজরদারির জন্য এ স্যাটেলাইট উৎক্ষেপন করেছে বলে সে সময় ধারণা করে দ্বীপ রাষ্ট্রটি। এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে তাইওয়ানের বাসিন্দাদের মোবাইলেও সতর্কবার্তা পাঠানো হয়।
তবে জাতীয় নিরাপত্তা দলের বিশ্লেষণের পর চীনা এ স্যাটেলাইট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে মহাশূন্যের বিভিন্ন রহস্যজনক তথ্য পর্যবেক্ষণে এ স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়েছে বলে দাবি করে চীন।
উল্লেখ্য, চীন বরাবরই তাইওয়ানকে নিজ ভূখন্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে। কিন্তু তাইওয়ান কখনোই মূল চীনা ভূখন্ডের সঙ্গে একীভূত হতে চায় না। বরং স্বায়ত্বশাসনের মধ্য দিয়ে এ দ্বীপ রাষ্ট্রটি পরিচালনা করে থাকে তাইওয়ান।
সূত্র : বিবিসি।