গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইউএনভুক্ত সংস্থার প্রধানদের
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ৬ নভেম্বর ২০২৩; আপডেট: ২২:৪৬, ৭ নভেম্বর ২০২৩
জাতিসংঘভুক্ত ১৮টি সংস্থার প্রধানরা গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘভুক্ত বেশ কয়েকটি সংস্থা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে । গতকাল রবিবার জাতিসংঘের অর্ন্তভুক্ত ১৮টি সংস্থার প্রধানরা যৌথভাবে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।
এ সময় তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান এ যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে চলার বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক ও ভীতিকর’ বলে উল্লেখ করেন।
জাতিসংঘের অর্ন্তভুক্ত ইউনিসেফ, ইউএন উইমেন, দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং দ্য ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) এর প্রধানরা যৌথভাবে এ বিবৃতি প্রকাশ করেন।
এতে বলা হয়, ‘মানবিক কারণে আমরা যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি। এক মাস ধরে এ যুদ্ধ চলছে। এটি আর হতে দেওয়া যায় না। এখনই তা বন্ধ করা উচিত।’
তারা আরও বলেন, ‘প্রায় এক মাস ধরে বিশ্ববাসী ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনে প্রচন্ড অস্থির পরিস্থিতি দেখে আসছে। এতো এতো মৃত্যু দেখে মানুষ স্তম্ভিত ও ভীত।’
এ সময় ইউএন প্রধানরা উভয় দলকেই ‘আন্তর্জাতিক মানবিক ও মানুষের অধিকার সংক্রান্ত আইন’ (International Humanitarian and Human Rights Law) মেনে চলার আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে এ আইনের প্রতি দায়িত্বশীলতা থেকে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়। একইসঙ্গে হাসপাতাল ও বিদ্যালয়ের মতো প্রয়োজনীয় অবকাঠামোর সুরক্ষারও আহ্বান জানান তারা।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘গাজার জনগণের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানোর অনুমতি না দেওয়া এবং তাদের বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং প্রার্থনার জায়গায় বোমা নিক্ষেপ করার মতো কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ সময় ইউএন প্রধানরা ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত ডজনের মতো কর্মীর হত্যার বিষয়টিতেও নিন্দা জানান।
তারা বলেন, ‘এ পর্যন্ত একশরও বেশি সাহায্যকারীর উপর হামলার ঘটনা জানা গিয়েছে। এসব হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৮ জন নিহত হয়েছে, যা একটি মাত্র যুদ্ধে জাতিসংঘের এতো কর্মীর এভাবে মৃত্যুর ঘটনা এটাই সর্বোচ্চ।’
উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ৯ হাজার ৭৭০ জন নিহত হয়েছে, যার অধিকাংশই সাধারণ জনগণ।
অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাংশে হামাসের হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ এরও বেশি বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক বলে জানা যায়।
সূত্র: আল-জাজিরা।