শেষ মুহূর্তের চুক্তিতে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ২৩:১০, ১ অক্টোবর ২০২৩
স্পিকার কেভিন মাক্যার্থি শেষ মুহূর্তে ভোট গ্রহণের বিষয়ে সম্মত হলে মার্কিন সরকারে অচলাবস্থার অবসান হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার শেষ মুহূর্তে ফেডারেল শাটডাউন এড়াতে সক্ষম হয়েছে। গতকাল শনিবার এক নাটকীয় সিদ্ধান্তের মাধ্যমে হাউস স্পিকার রিপাবলিকান দলের কেভিন মাক্যার্থি দেশটির কংগ্রেসে ভোট গ্রহণের বিষয়ে সম্মত হলে এ বিষয়ে অচলাবস্থার অবসান হয়।
যুক্তরাষ্ট্রের সংসদ বা কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষ - যথাক্রমে হাউস অব রিপ্রেজেন্টিটিভ ও সিনেট উভয়ই শনিবার স্বল্পমেয়াদি তহবিল পাসের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম। শেষ পর্যন্ত ৮৮-৯ ভোটের মাধ্যমে বিলটি পাস হয়। বিপক্ষে ভোট দেওয়া ৯ জনই ছিলেন রিপাবলিকান দলের।
রিপাবলিকান দলের কট্টরপন্থীদের বিপক্ষে গিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন স্পিকার ম্যাকার্থি। প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত নতুন এ তহবিল আগামী ১৭ নভেম্বর পর্যন্ত মার্কিন সরকারকে সচল রাখতে সক্ষম হবে।
তবে এ তহবিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সাহায্যের বিষয়টি পুরোপুরি বাতিল করা হয়েছে। যদিও এটি ডেমোক্রেটদের অন্যতম দাবির একটি ছিলো। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টিটিভ রিপাবলিকানদের দখলে থাকায় এ সিদ্ধান্ত আপাতত মানতে বাধ্য হচ্ছে ডেমোক্রেটিকরা।
অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়ে এ খাত থেকে ব্যয় করার কথা বলা হলেও অন্য আর কোনো খাত নির্দিষ্ট করে দেওয়া হয়নি, যা রিপাবলিকানদের অন্যতম দাবির মধ্যে একটি ছিলো। উচ্চকক্ষ বা সিনেটে বর্তমানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ সিদ্ধান্তও আপাতত মানতে বাধ্য হচ্ছে রিপাবলিকানরা।
তবে শেষ মুহূর্তের এ সিদ্ধান্ত নেওয়ার তার কোনো পরিকল্পনা ছিলো জানিয়ে স্পিকার ম্যাকার্থি বলেন, ‘আমি যতটা সম্ভব কট্টরপন্থী সিদ্ধান্তটিই নিতে চেয়েছিলাম, কিন্তু এর জন্য প্রয়োজনীয় ২১৮ জন রিপাবলিকান আমাদের নেই।’
এদিকে সিনেটে ভোট গ্রহণের পর পরই প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘হাউসের রিপাবলিকান সদস্যরা অযথাই একটি সংকট তৈরির চেষ্টা করছে। আমি স্পিকার ম্যাকার্থির কাছে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব ইউক্রেনের জন্য তহবিল গঠনে একটি চুক্তিতে সম্মত হতে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের যে সমর্থন, তা এখন কোনোভাবেই নষ্ট করার কোনো সুযোগ নেই।’
গত বছর রাশিয়া পুরো শক্তি নিয়ে ইউক্রেনের উপর আক্রমণ করার পর এ পর্যন্ত দেশটির সেনা, মানবিক ও আর্থিক খাতে ১১৩ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনের জন্য আরও ২৪ বিলিয়ন ডলারের সাহায্যের আবেদন করেছে জো বাইডেনের সরকার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পহেলা অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হয়। নিয়মানুযায়ী এর আগেই দেশের সরকারের ব্যয়ের (ফেডারেল ব্যয়) কমপক্ষে ৩০ শতাংশ কংগ্রেসে পাস হতে হয়। এ বছর একদম শেষ মুহূর্তেও এ বিষয়ে কংগ্রেসের দুই কক্ষ প্রথমে একমত হতে ব্যর্থ হয়।
এর ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তার চাকরি হারানোর আশঙ্কা দেখা দেয়। একইসঙ্গে অনেক সরকারি সেবাও বন্ধ হয়ে যাওয়ার হুমকীর মধ্যে পড়ে। এটিই দেশটিতে ‘শাটডাউন’ নামে পরিচিত।
সূত্র : বিবিসি।