ইমরান খানের গ্রেফতার অবৈধ : সুপ্রিম কোর্ট
রাজনীতি ডেস্ক
প্রকাশিত: ০২:২১, ১২ মে ২০২৩
ইমরান খানকে সুপ্রিম কোর্টের অধীনে নিরাপত্তা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে অনতিবিলম্বে মুক্তি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ইমরান খানের আইনজীবীরা সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে যুক্তি তুলে ধরে বলেন, মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি (ইমরান)। ওই সময় তাকে আদালত চত্বর থেকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি। এ সময় ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখানো হয়, আদালত চত্বর থেকে ইমরান খানকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে আধাসামরিক বাহিনীর সদস্যরা।
যুক্তি-তর্কের পর প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, 'আপনার (ইমরান খান) গ্রেফতার যেহেতু অবৈধ, তাই এই সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া বাতিল ঘোষণা করা হলো।' এ ছাড়া ইমরান খানকে সুপ্রিম কোর্টের অধীনে নিরাপত্তা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক এ প্রধানমন্ত্রীর গ্রেফতারকে অবৈধ ঘোষণার কোনও প্রতিক্রিয়া নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাবেক এই ক্রিকেট তারকা আদালতকে বলেন, মঙ্গলবার হাইকোর্ট থেকে তাকে অপহরণ করা হয় এবং লাঠি দিয়ে আঘাতও করা হয়েছে। এর উত্তরে আদালত তাকে জানায়, অন্য অনেকে এর চেয়েও বেশি খারাপ পরিস্থিতির শিকার হয়েছে।
ইমরান খান আদালতে পৌঁছলে সাংবাদিকরা তার দিকে ছুটে যান। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নেওয়া হয়। তিনি ওই সময় গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।
আদালত কক্ষে তার দলের (পিটিআই) কর্মী ও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের করা দুর্নীতির মামলায় হাজিরা দিতে এসে মঙ্গলবার ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত ও প্রায় দুই হাজার ব্যক্তি আটক হয়েছে।
সূত্র : বিবিসি।