রাজনীতি

১২ বছর পর আরব লীগের সদস্যপদ ফিরে পেলো সিরিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৭ মে ২০২৩

১২ বছর পর আরব লীগের সদস্যপদ ফিরে পেলো সিরিয়া

কায়রোতে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: এপি।

আরব লীগ থেকে হারানো সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মতির ভিত্তিতে এক যুগ পর লীগের সদস্যপদ ফিরে পেলো দেশটি। মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দফতরে আজ রবিবার অনুষ্ঠিত এক ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। ইরাকের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

গত সপ্তাহে জর্ডানে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের এক বৈঠকের পরই মূলত এ ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। আগামী ১৯ মে সৌদি আরবে অনুষ্ঠেয় আরব লীগের সম্মেলনকে কেন্দ্র করেই আগেভাগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জর্ডানের সরকারি সূত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, সিরিয়ায় চলমান সঙ্কট সমাধানে আরব দেশগুলো নিজেদের নেতৃত্বে রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে চাচ্ছে। এজন্য দেশগুলো জর্ডানের উদ্যোগে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে।

এ প্রসঙ্গে আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত রবিবার বলেন, 'আল-আসাদ চাইলে চলতি মাসে অনুষ্ঠেয় আরব লীগের সম্মেলনে যোগ দিতে পারেন।'

তবে এ ভোটের পর রবিবার সিরিয়ার পক্ষ থেকেও আরব রাষ্ট্রগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির বিদ্রোহীদের কঠোর হাতে দমনের উদ্দেশ্যে সেনা মোতায়েন করেন। এরপর আরব লীগ থেকে দেশটির সদস্যপদ বাতিল করা হয়। দেশটিতে বিদ্রোহী ও সেনাবাহিনীর পাল্টাপাল্টি আক্রমণ শেষ পর্যন্ত গৃহযুদ্ধে মোড় নেয় যার জেরে সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ নিহত এবং আরও প্রায় ২ কোটি ৩ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়।

শেষ পর্যন্ত আল-আসাদ সিরিয়ায় পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আরব রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সঙ্কট সমাধান ও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে আসছিলো বলে জর্ডানের এক কূটনীতিক সূত্রে জানানো হয়।

সূত্র : আল-জাজিরা।