রাজনীতি

হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জন নিহত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ১৮ জানুয়ারি ২০২৩;  আপডেট: ২৩:৫০, ১৮ জানুয়ারি ২০২৩

হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জন নিহত

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের তৎপরতা।


ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় রাজধানীর পূর্বাংশের ব্রোভারি নামক এলাকায় একটি কিন্ডারগার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ (৪২) তার সহকারী মন্ত্রী এবং স্টেট সেক্রেটারিও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া নিহতের মধ্যে এক শিশু রয়েছে।

অন্যদিকে মোট ২৫ জন আহত হয়েছেন যার মধ্যে ১১ জন শিশু বলে জানা যায়। হেলিকপ্টারটিতে তিনজন ক্র ছাড়াও মন্ত্রণালয়ের আরও ছয়জন ব্যক্তি ছিলেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে ‘একজন সত্যিকার দেশপ্রেমীর’ মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারটি শিশুদের একটি বিদ্যালয়ের সামনে বিধ্বস্ত হয়েছে যা খুবই দুঃখজনক ঘটনা।’    

এদিকে আপাতত একে যান্ত্রিক ক্রটি বা উড্ডয়নের নিয়ম না মানার কারণে সংঘটিত নিছক একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও এটি নাশকতা হতে পারে বলেও আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা সংস্থা।

উল্লেখ্য, এ দুর্ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কি যুদ্ধাঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন বলে দেশটির পুলিশ প্রধান সূত্রে জানা গেছে।

এ যুদ্ধে দেশটির নিরাপত্তা ও পুলিশদের পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলো। ফলে এটি যুদ্ধকালীন এ সময়ে ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি বলেই উল্লেখ করা হচ্ছে।

সূত্র : বিবিসি, সিএনএন।