জাঁকজমকপূর্ণ আয়োজনে নববর্ষ বরণে মেতেছে বিশ্ববাসী
ফটো গ্যালারি
প্রকাশিত: ২৩:৩১, ৩১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:০০, ১ জানুয়ারি ২০২৫
বিশ্বের প্রথম শহর হিসেবে নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।
নতুন বছর ২০২৫ কে বরণ করে নিতে বিশ্বজুড়ে শুরু হয়ে গেলো নানা জমকালো উৎসব আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে নিয়েছে নববর্ষ বরণের সব প্রস্তুতি। মানুষের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আতশবাজি, গান-নাচ, প্রার্থনা, গৃহসজ্জা, মুখরোচক খাবার সর্বোপরি প্রিয়জনদের নিয়ে মানুষ প্রস্তুত আরও একটি বছরকে বরণ করে নিতে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এরইমধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। এর পরই ঐতিহ্যবাহী সিডনির অপেরা হাউসের উপর বিশাল আতশবাজির আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া।
চীন, জাপান, ফিলিপাইন ও মালয়েশিয়ার মতো পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও প্রার্থনা ও আতশবাজির মধ্য দিয়ে বরণ করে নিয়েছে নতুন বছরকে।
এরইমধ্যে অপেক্ষার পালা প্রায় শেষ হতে চলেছে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার। নতুন বছরকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশগুলো।
তবে, সম্প্রতি মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৭৯ যাত্রীর মৃত্যুর ঘটনায় এবার অনেক জায়গায় বর্ষবরণের আয়োজন বাতিল বা সীমিত করেছে দক্ষিণ কোরিয়া।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাজ্যে বর্ষবরণের কিছু আয়োজন বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।
ছবিতে বিভিন্ন দেশে এরইমধ্যে নতুন বছরকে বরণ করে নেওয়ার বিভিন্ন আয়োজন :
সূত্র : বিবিসি, ডয়চে ভেলে, এবিসি নিউজ।