ফটো গ্যালারি

মেক্সিকোতে হারিকেন ওটিসের তাণ্ডব

জলবায়ু ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২৭ অক্টোবর ২০২৩;  আপডেট: ২২:৫৪, ২৭ অক্টোবর ২০২৩

মেক্সিকোতে হারিকেন ওটিসের তাণ্ডব

হারিকেন ওটিসের আঘাতে একটি ভবনের এক পাশ পুরোপুরি বিধ্বস্থ হয়েছে। প্রায় এমনই অবস্থা দাঁড়িয়েছে নগরের বেশিরভাগ ভবনের।

মেক্সিকোর অ্যাকাপুলকো নামের পর্যটন নগরে গত বুধবার দিবাগত রাতে আঘাত হেনেছে হারিকেন ‘ওটিস’। ক্যাটাগরি ৫ মাত্রার এ ঘূর্ণিঝড়টির আঘাতে নগরটিতে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া আরও ৮ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে নগরটিতে। এর আঘাতে গাছপালা, ঘরবাড়ি বিধ্বস্থ হওয়াসহ দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অ্যাকাপুলকোর। এ অবস্থায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে মেক্সিকো সরকার।

এদিকে আবহাওয়াবিদরা একে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অ্যাখ্যা দিয়েছে। অন্যদিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সামনের দিনগুলোতে এ ধরনের ঘূর্ণিঝড় আরও ভয়াভাবে আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

এখানে হারিকেন ওটিসের তাণ্ডবলীলার কিছু দৃশ্য তুলে ধরা হলো:

হারিকেনের আঘাতে নগরীর পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়াসহ প্রায় অর্ধ মিলিয়নের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সরকার থেকে এখনও মোট ক্ষয়ক্ষতির হিসাব জানানো না হলেও এর পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের মতো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন ওটিসের কারণে সৃষ্ট জোরালো বাতাস ও পানির তোড়ে ভেসে গেছে যানবাহনসহ মাছ ধরার ও ব্যক্তিগত ছোট নৌকা (ইয়ট)।

ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ ও টেলিফোনের তার। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো নগরটি।


সূত্র : আল-জাজিরা।