ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হলেন তৃতীয় চার্লস
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:০৯, ৬ মে ২০২৩; আপডেট: ১২:৫৮, ৭ মে ২০২৩
অভিষেক অনুষ্ঠানের পর বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে পরিবারের সদস্যদের সঙ্গে রাজা ও রানি।
লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে আজ শনিবার জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ইংল্যান্ডের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তৃতীয় চালর্সের। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রধানরা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।
অভিষেক অনুষ্ঠানের পর নতুন রাজা রাজপরিবারের বিশেষ কয়েকজন সদস্যকে নিয়ে চিরাচরিত রীতি অনুযায়ী বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশে অভিবাদন জানান। এ সময় সেনাবাহিনীর বিমানের বিশেষ প্রদর্শনীর কথা থাকলেও লন্ডনের খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।
রাজা-রানির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চলা আয়োজনের পাশাপাশি চলেছে রাজতন্ত্রবিরোধীদের বিক্ষোভও। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে 'জোরালো' ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
ছবিতে রাজা-রানির অভিষেক অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত :
তথ্য ও ছবি : সিএনএন, এপি, এএফপি ও গেটি ইমেজেস।