অন্যান্য

অস্ট্রেলিয়ার আকাশে অদ্ভুত গোলাপি আলো!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৫, ২৫ জুলাই ২০২২;  আপডেট: ০১:১৭, ২৯ অক্টোবর ২০২২

অস্ট্রেলিয়ার আকাশে অদ্ভুত গোলাপি আলো!

গোলাপি আকাশ দেখে অনেকেই ভেবেছিলেন এলিয়েন আক্রমণ করেছে!

অস্ট্রেলিয়ার এক শহরে গত বুধবার যখন হঠাৎ করে আকাশে গোলাপি আলো ছড়িয়ে পড়লো, তখন স্থানীয় বাসিন্দা ট্যামি জুমোস্কি ধরেই নিয়েছিলেন দুনিয়ার ধ্বংস বুঝি আসন্ন! যদিও মা হিসেবে তিনি খুব ধৈর্যশীল এবং তার শিশুসন্তানদেরও 'এটা ভয় পাওয়ার মতো কিছু না' বলে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু তার ভেতরে তখন যেন আতঙ্কের ঝড় বয়ে যাচ্ছিল। তিনি ভাবছিলেন, 'এটা ভিন গ্রহের কোনো প্রাণী নয় তো? না কি কোনো ধূমকেতু!' এই যখন তার ভাবনা, তখন তার মা ফোনে অস্থিরভাবে কথা বলছিলেন আর তার বাবা তাড়াহুড়ো করছিলেন দুনিয়া ধ্বংসের আগে তার আধ-খাওয়া চা-টুকু শেষ করতে! এ নিয়ে তার মায়ের ভাবনা, 'দুনিয়াই যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে চা খেয়ে আর কী হবে?'

এমনই আরেক বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন একে 'উজ্জ্বল লাল চাঁদ' ভেবে ভুল করেছিলেন, যতক্ষণ পর্যন্ত না তিনি বুঝতে পারেন এ আলোটা আসলে আকাশে তৈরি হয়নি, বরং মাটি থেকে ওপরে উঠছে। অবশ্য তখন তার নানা সময় বিভিন্ন সিনেমায় দেখা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্যগুলোই মাথায় ঘোরাফেরা করছিলো।

এভাবেই সেদিনের রহস্যজনক সেই গোলাপি আলো আতঙ্ক ছড়িয়েছিলো শহরজুড়ে।

শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন

অস্ট্রেলিয়ায় ২০১৬ সালে সীমিত পরিসরে গাঁজার উৎপাদনকে বৈধতা দেওয়া হয় ওষুধ উৎপাদন বা চিকিৎসার প্রয়োজনে ব্যবহারের জন্যে। এর মধ্যে মূলত উদ্বেগ এবং ঘুমের সমস্যা থেকে সৃষ্ট দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ তৈরিতে গাঁজার ব্যবহার স্বীকৃত বলে জানায় অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর বাইরে নেশাদ্রব্য হিসেবে এর ব্যবহার দেশটিতে পুরোপুরি নিষিদ্ধ। অনুমোদনের পর থেকে বিভিন্ন রোগের চিকিৎসায় ২ লাখ ৬০ হাজার প্রেসক্রিপশনে এটি ব্যবহারের অনুমতি দেয় দেশটির ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা। তবে ২০১৯ সালে অনুমতিপ্রাপ্ত চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়, যেখানে এর অধিকাংশ আবেদনই করা হয় দেশটির কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য থেকে।

এর ফলে গাঁজা থেকে ওষুধ তৈরির জন্য দেশটির বিভিন্ন অংশে অনেক কারখানা গড়ে উঠেছে। গাঁজা চাষের ক্ষেত্রে লালাভ একধরনের আলো ব্যবহার করা হয়, যা এর উৎপাদন বাড়াতে সাহায্য করে। সাধারণত সন্ধ্যার দিকে এ কাজটি করা হয় এবং তখন অন্ধকারের কারণে আলোটি আলাদা করে বোঝা যায় না। কিন্তু ঘটনার দিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের এক শহরে একটি কারখানায় প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করা যায়নি। আর তখনই ঘটে যতো বিপত্তি। ওইদিন রাতের আকাশ মেঘলা থাকায় লালাভ আলো মেঘের কারণে প্রতিফলিত হয়ে শহরের আকাশে ছড়িয়ে পড়ে গোলাপি রং নিয়ে। এ কারণে সেখানে গোধূলিবেলার মতো আবহ তৈরি করে। প্রায় এক ঘণ্টা সময়জুড়ে কারখানার কাছাকাছি এলাকা থেকে এ আলোটি দেখা যাচ্ছিলো।

কিন্তু যখন ওই শহরের বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন তার ভুল বুঝতে পারেন, তখন কিছুক্ষণ আগের ভীতির কথা ভেবে তার হাসি পাচ্ছিলো। তিনি বলেন, 'এটা অনেক দারুণ একটা বিষয় হতে পারতো... কিন্তু যখন আমি জানতে পারলাম এটা কোনো ওষুধ কারখানা থেকে ভুলবশত ছড়িয়ে পড়া আলো, তখন আমি হাসিতে ফেটে পড়ি।'

একইভাবে ট্যামি জুমোস্কি আর তার স্বামীও তাদের ভুল বুঝতে পেরে পরে মজা পাচ্ছিলেন বলে জানান। জুমোস্কি বলেন, 'কারণটা জানার পর যখন আমাদের আতঙ্ক কেটে গেলো, তখন আমরা বরং সুন্দর এ আলোকচ্ছটা উপভোগ করতে শুরু করি। আমার মতে তাদের মাঝে মাঝেই এমন ভুল করা উচিত।'

সূত্র : বিবিসি।