অন্যান্য

নাইজেরিয়ায় গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ১৮ মার্চ ২০২৫;  আপডেট: ০২:০১, ১৯ মার্চ ২০২৫

নাইজেরিয়ায় গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ

আফ্রিকার অন্যতম শীর্ষ তেল রফতানিকারক দেশ নাইজেরিয়া দৈনিক প্রায় ২ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করে।

নাইজেরিয়ার সবচেয়ে বড় তেলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রান্স-নাইজার নামের ওই লাইনের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। 

ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি নাইজার ডেল্টা অঞ্চলে তেল সরবরাহের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এটি নাইজেরিয়ার তেলের অন্যতম প্রধান উৎস। প্রতিদিন এ পাইপলাইন দিয়ে ৪ লাখ ৫০ হাজার ব্যারেলের সমপরিমাণ তেল সরবরাহ করা হয়ে থাকে। 

এদিকে, পাইপলাইনে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি। তবে, সম্প্রতি সন্ত্রাসীরা তেল উৎপাদন অঞ্চলে হামলার হুমকী দিয়েছিলো বলে জানা গেছে। 

এছাড়া, প্রভাবশালী তেল কোম্পানি শেল পরিচালিত এ পাইপলাইনটি প্রায়ই সন্ত্রাসী হামলার শিকার হয়। নাইজেরিয়ার একটি টিভি চ্যানেল এ তথ্য জানায়। এসব হামলার কারণে কোম্পানিটির অনেক লোকসান হয় বলেও জানায় গণমাধ্যমটি। 

এদিকে, সাম্প্রতিক এ বিস্ফোরণের কারণে স্থানীয়রা আর্থিক ক্ষতিসহ পরিবেশগত ক্ষতির আশঙ্কা জানিয়েছে বলে গণমাধ্যমটিতে প্রচারিত প্রতিবেদনে জানানো হয়। 

তবে, ট্রান্স-নাইজার পাইপলাইনে সংঘটিত এ বিস্ফোরণের ঘটনায় দেশটির তেল শিল্পে কি ধরনের প্রভাব পড়বে, তাৎক্ষণিকভাবে সে বিষয়টি পরিষ্কার নয়। 

উল্লেখ্য, তেল উৎপাদনের তালিকায় নাইজেরিয়া বিশ্বে বর্তমানে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে। নব্বইয়ের দশকে তেলক্ষেত্র আবিষ্কারের পর দেশটির অর্থনীতি প্রাথমিকভাবে এই শিল্পের উপরই নির্ভরশীল ছিলো। 

নাইজেরিয়ার তেল শিল্প দেশটির মোট জিডিপির ৬ শতাংশ এবং মোট রফতানি মূল্যের ৯০ শতাংশই আসে এর মাধ্যমে। 

কিন্তু, এ খাত থেকে প্রাপ্ত রাজস্ব সার্বিকভাবে দেশের জনগণের তেমন কাজে আসে না। কারণ, দেশটিতে এ অর্থ বন্টনের ক্ষেত্রে ব্যাপক অসামঞ্জস্যতা বিদ্যমান। 

এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে তেল থেকে প্রাপ্ত রাজস্বের বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে নাইজেরিয়ার আঞ্চলিক নেতারা। 

এদিকে, তেল থেকে প্রাপ্ত রাজস্বের বৃহৎ পরিমাণের কারণে প্রায়ই সন্ত্রাসীদের হামলার হুমকী মোকাবেলা করতে হয় সরকারকে। কারণ, তাদের দাবি-দাওয়া পূরণে প্রায়ই তেল উৎপাদন অঞ্চলে হামলার হুমকী দেয় স্থানীয় সন্ত্রাসীরা। 

কিন্তু, বিশ্বের অন্যতম শীর্ষ তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও এবং দেশটি থেকে সর্বাধিক পরিমাণ পরিশোধিত তেল রফতানি করার পরও নাইজেরিয়ার জনগণ বর্তমানে পেট্রোলিয়ামের ঘাটতিতে রয়েছে। 

মূলত, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত হয়।

ফলে, গত সপ্তাহে সরকার থেকে বড় আকারের জ্বালানি ট্রাকের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র : ডয়চে ভেলে।