অন্যান্য

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডব

বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, আকস্মিক বন্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ৯ মার্চ ২০২৫;  আপডেট: ২২:৫৫, ৯ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডব

বন্যার পানিতে তলিয়ে গেছে নিউ সাউথ ওয়েলেসের লিসমোর শহর। ছবি : বিবিসি।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আলফ্রেডের প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো অঞ্চল। ক্যাটাগরি দুই মাত্রার এ ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত একজন নিহত ও ডজনের বেশি সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

গতকাল শনিবার ঘণ্টায় ৪০০ কিমি বেগে ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত করে। পুরো দিনজুড়ে প্রচণ্ড ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের পর আজ রবিবার এটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে, এখনও ঘূর্ণিঝড়টি এর পথে নানা ধরনের ক্ষয়ক্ষতি করে এগিয়ে যাচ্ছে। 

ঘূর্ণিঝড়টির তাণ্ডবে বর্তমানে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের প্রায় ৩ লাখ ১৬ হাজার ৫৪০ জন বাসিন্দা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ অঞ্চলের গোল্ড কোস্ট শহর ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জেক্স এক বিবৃতিতে জানায়। 

এ বিষয়ে আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস বলেন, ‘আকস্মিক বন্যা ও ঝড়ো বাতাসের কারণে কুইন্সল্যান্ড এবং উত্তরাংশের নিউ সাউথ ওয়েলেসের অবস্থা এখনও অনেক নাজুক।’ 

আরও কিছুদিন এসব এলাকায় ভারী বৃষ্টিপাত, ঝড়ো বাতাস এবং উপকূলীয় এলাকায় বিপদজনক পরিস্থিতি বিরাজ করবে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে এ সময় প্রধানমন্ত্রী সতর্ক করেন। 

এদিকে, শুধু আজ সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টা কুইন্সল্যান্ডের হার্ভি বে এলাকায় ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ওই রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি জানান। 

প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আজ সৃষ্ট আকস্মিক বন্যা কুইন্সল্যান্ডের সানসাইন উপকূলীয় এলাকা ছাড়াও রাজ্যটির রাজধানী ব্রিসবেনকেও প্লাবিত করতে পারে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে। এ সময় রাজ্যটিতে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার থাকবে বলে কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়। 

আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ব্রিসবেনের একটি শহরতলীর রাস্তা। ছবি : বিবিসি।

এ অবস্থায় আজ ব্রিসবেনের বিমানবন্দর আবার চালু হলেও বিরুপ আবহাওয়ার কারণে ফ্লাইটের সময়সূচীতে পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। 

প্রতিকূল আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের প্রায় ১ হাজার সরকারি স্কুল আজ বন্ধ থাকলেও আগামীকাল সোমবার সব স্কুলের কার্যক্রম চালু হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়। 

তবে, পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস রাজ্যের সব সরকারি স্কুল সোমবারও বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানায়। ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে গত শুক্রবার থেকেই এ রাজ্যের সব স্কুল বন্ধ রাখা হয়। 

ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যটিতে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, রাজ্যের লিসমোর শহরে রাস্তা ধসে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১৩ সদস্য আহত হয়েছে। তারা শহরটিতে উদ্ধার কার্যক্রমে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে দ্য সানডে মর্নিং হেরাল্ড সংবাদপত্র সূত্রে জানা গেছে। 

উল্লেখ্য, ১৯৭৪ সালের পর এবার আলফ্রেডই প্রথম কোনো ঘূর্ণিঝড় যেটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেনের কাছের পূর্ব উপকূলে আঘাত করলো। 

সূত্র : আল-জাজিরা।