জার্মানিতে একটি বাগানে উড়োজাহাজ বিধ্বস্ত
১ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭:০৬, ৫ মার্চ ২০২৫

দুর্ঘটনায় নিহত ব্যক্তি উড়োজাহাজটির চালক বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মানির সুয়ারল্যান্ড অঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সংঘটিত এ দুর্ঘটনায় একজন নিহত হয়।
গতকাল স্থানীয় সময় বিকাল প্রায় পৌঁনে পাঁচটায় একটি আবাসিক ভবনের বাগানে উড়োজাহাজটি বিধ্বস্থ হয়। জার্মানির পশ্চিমের নর্থ-রেহেইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের প্লেটেনবার্গ শহরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
দুর্ঘটনার পর পরই প্রত্যক্ষদর্শীরা উদ্ধার কাজ শুরু করে এবং এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে।
এদিকে, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি। তবে, তিনি উড়োজাহাজটির চালক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জার্মানির ফেডারেল এজেন্সি ফর ফ্লাইট অ্যাক্সিডেন্টস (বিএফইউ) থেকে এ দুর্ঘটনার তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক মাস পর এ ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র : ডয়চে ভেলে।