বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১:৪০, ২ মার্চ ২০২৫; আপডেট: ১৭:০৮, ৫ মার্চ ২০২৫

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস থেকে আহত ও নিহতদের উদ্ধারে তৎপরতা চালায় স্থানীয় পুলিশ।
বলিভিয়ায় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির পটোসি এলাকায় সংঘটিত এ ঘটনায় ডজনের বেশি মানুষ আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বলিভিয়ার ইউওয়াইউনি এবং কোলচানি শহরের মাঝামাঝি একটি মহাসড়কে গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। দুটি বাসের মধ্যে একটি হঠাৎ গতি পরিবর্তন করে পাশের লেনে চলে গেলে অপর দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পটোসির পুলিশ বিভাগের মুখপাত্র সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘এ দুর্ঘটনায় এ পর্যন্ত আহত ৩৯ জনকে ইউওয়াইউনি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং আরও ৩৭ জন নিহত হয়েছে।’
পুলিশ আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করে যাচ্ছে বলেও ওই মুখপাত্র জানান।
দুর্ঘটনায় জড়িত দুটি বাসের মধ্যে একটি বলিভিয়ার ওরুরোতে যাচ্ছিলো বলে জানা গেছে। বর্তমানে ওই স্থানে লাতিন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাসগুলো থেকে আহতদের নিরাপদে বের করে আনার চেষ্টা করে যাচ্ছে বলে রেডিও ইউওয়াইউনির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে।
তবে, দুর্ঘটনায় জড়িত দুটি বাসের চালকই অক্ষত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু, তাদের মধ্যে একজন বাস চালানো অবস্থায় মদ্যপান করছিলো বলে কয়েকজন যাত্রী অভিযোগ করেন।
উল্লেখ্য, বলিভিয়া মূলত পাহাড়ি এলাকা। দেশটিতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী কিছু সড়ক পথের অবস্থান, যেগুলোর অধিকাংশই সঠিকভাবে তত্ত্বাবধান করা হয় না। ফলে, প্রতি বছর এসব পথে গড়ে প্রায় ১ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়।
সূত্র : আল-জাজিরা।