জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১:৩৫, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৯, ১৪ জানুয়ারি ২০২৫
ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় অংশে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
জাপানে গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় সোমবার রাত ৯টা ১৯ মিনিটে দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কিউশু অঞ্চল। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় অংশে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, কর্তৃপক্ষ স্থানীয়দের সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে বা উপকূলের দিকে না যাওয়ার পরমর্শ দিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। এলাকাটিতে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করে।
সূত্র : বাসস।