অন্যান্য

দাবানলে সৃষ্ট দূষিত বাতাসে বাড়তি ঝুঁকিতে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৪, ১২ জানুয়ারি ২০২৫;  আপডেট: ২১:০৪, ১২ জানুয়ারি ২০২৫

দাবানলে সৃষ্ট দূষিত বাতাসে বাড়তি ঝুঁকিতে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা

আগুনের কারণে সৃষ্ট দূষিত ধোঁয়া ও ক্ষুদ্র কণার কারণে মানুষের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ছবি : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্রে কদিন আগে শুরু হওয়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে, মাইলের পর মাইল জায়গা জুড়ে এখনও জ্বলছে আগুন, পুড়ছে লোকালয়। এ অবস্থায় সবার মনোযোগে ছিলো মূলত আগুনে মৃত্যু ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি। কিন্তু, এখন পর্যন্ত আগুন নেভানো সম্ভব না হওয়ার কারণে বাতাসে সৃষ্ট দূষণ নতুন আশঙ্কা যোগ করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টানা কয়েকদিন ধরে ও অনেক বড় এলাকা জুড়ে আগুন জ্বলা অব্যাহত থাকায় বাতাস দূষিত হয়ে পড়েছে। ঘন ধোঁয়ার পাশাপাশি বাতাসে বেড়েছে ক্ষতিকর নানা রকমের ক্ষুদ্র কণার পরিমাণ। একটি এলাকার জনগোষ্ঠীর সুস্থ থাকার জন্য বাতাসে এসব কণার উপস্থিতির সর্বোচ্চ যে মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারণ করেছে, লস অ্যাঞ্জেলেসের নানা স্থানে এ হার ৮ থেকে ২০ গুণের বেশি ছাড়িয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এমন ধোঁয়া ও এসব কণার কারণে মানুষের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের জন্য এটি সবচেয়ে বেশি বিপজ্জনক।

দূষণের এ উচ্চ হার আগুনজনিত মৃত্যুর সংখ্যাকে বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সূত্র : ফ্রান্সটুয়েন্টিফোর।