অন্যান্য

অবশেষে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেলো ঈগল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪১, ২৭ ডিসেম্বর ২০২৪

অবশেষে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেলো ঈগল

আইনি স্বীকৃতি না থাকলেও সাদা মাথা, হলুদ ঠোঁট ও বাদামি শরীরের `বল্ড ঈগল` বরাবরই দেশটির জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

প্রায় আড়াইশো বছর পর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে আইনি স্বীকৃতি পেলো ঈগল। বড়দিনের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে এ স্বীকৃতি আনুষ্ঠানিক রূপ পেলো।

যুক্তরাষ্ট্র ঈগল পাখিকে তাদের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার শুরু করে ১৭৮২ সালে। সরকারি নথিপত্রসহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রেই ওই বছর থেকে ঈগলকে ব্যবহার করা হচ্ছে। তবে, রাষ্ট্রীয়ভাবে বা জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হলেও এতোদিন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ছিলো না।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা (ফাউন্ডিং ফাদার) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিজেই ঈগলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন না। তিনি মনে করতেন, শিকারি পাখি ঈগল মূলত 'খারাপ নৈতিক চরিত্রে'র প্রতীক।

ঈগলের ছবি সম্বলিত রাষ্ট্রীয় সিল।

তবে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এবার কোনো দ্বিমত ছাড়াই ঈগলকে দেশটির জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিতে আইন পাস করা হলো।

তথ্যসূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি।