অন্যান্য

তুরস্কে কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৪;  আপডেট: ২২:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৪

তুরস্কে কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত

কারখানাটিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের জন্য বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, বিস্ফোরক ও ফ্লেরায়স তৈরি করা হতো।

তুরস্কে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত এ বিস্ফোরণে ১১ জন নিহত ও আরও প্রায় ৭ জন আহত হয়। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের রাজধানী থেকে দক্ষিণে অবস্থিত বালিকেসির প্রদেশের কারেসি জেলার একটি কারখানায় স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘নিহত ভাইদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।’

দুর্ঘটনার পর আজ কারখানাটি পরিদর্শনে যান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। এ সময় ঘটনার তদন্ত কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী জানান। একইসঙ্গে, তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

এ সময় কারণ খুঁজে বের করার চেষ্টা করা  হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি কোনো আত্মঘাতী হামলা নয়।’

এদিকে, বিস্ফোরণে কারখানার একপাশের দেয়াল ধসে পরেছে বলে জেলার গভর্নর ইসমাইল উস্তায়োগলু জানিয়েছেন। একইসঙ্গে, বিস্ফোরণটি কারখানার ক্যাপসুল উৎপাদন অংশে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ঘটনার পর নিহতের সংখ্যা ১২ বলা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ১১ জন নিহতের কথা জানায় সরকার।

সূত্র : ডয়চে ভেলে।