ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ : নিহত কমপক্ষে ৫১
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩:২১, ২২ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ২৩:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৪
দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কর্মীরা।
ইরানের দক্ষিণের খোরাসান প্রদেশের একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ রবিবার ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেস্কিয়ান এক টেলিভিশন বার্তায় বলেন, ‘আমি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’
গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় কয়লার খনিটির বি ও সি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ অংশটি মাদানজো নামের একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হয় বলে ওই গণমাধ্যম সূত্রে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমে রবিবার দক্ষিণ খোরাসানের গভর্ণর আলি আকবর রাহিমি বলেন, ‘দেশের কয়লার চাহিদার ৭৬ শতাংশ এ অঞ্চল থেকে পাওয়া যায়। মাদানজোসহ এরকম বড় আরও ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এসব খনির পরিচালনার দায়িত্বে রয়েছে।’
এদিকে, দুর্ঘটনাকবলিত কয়লার খনিটির বি ব্লকের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ওই ব্লকে থাকা ৪৭ জন কর্মীর মধ্যে ৩০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে এর আগে রাহিমি জানিয়েছিলেন।
বর্তমানে সি ব্লকে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে, এই ব্লকে মিথেনের ঘনত্ব অনেক বেশি। ফলে, কাজ শেষ করতে ৩ থেকে ৪ ঘণ্টা লেগে যেতে পারে বলে জানান তিনি।
ইরানভিত্তিক রেড ক্রিসেন্টের প্রধানের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ‘আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আরও প্রায় ২৪ জন এখনও নিখোঁজ রয়েছে।’
উল্লেখ্য, বিস্ফোরণের সময় ব্লক দুটিতে মোট ৬৯ জন কর্মী কাজ করছিলেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সূত্র : সিএনএন।