ভেনিসে খালের পানির সবুজ রঙ : তদন্তের উদ্যোগ কর্তৃপক্ষের
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০০:৪৯, ২৯ মে ২০২৩; আপডেট: ০০:২৭, ৩০ মে ২০২৩
ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের পানিতে আজ সকালে হঠাৎ করেই ফসফরাসের মতো সবুজ রঙ দেখা যায়।
ইতালির ভেনিস শহরের একটি খাল নিয়ে তদন্তে নেমেছে সে দেশের পুলিশ প্রশাসন। সম্প্রতি শহরটির ফেমড গ্র্যান্ড নামের একটি খালের পানি হঠাৎ করেই সবুজ রঙ ধারণ করে। আর বিষয়টি খতিয়ে দেখতেই গতকাল রবিবার এ উদ্যোগ নেয় শহরটির কর্তৃপক্ষ।
ভেনিসের আঞ্চলিক প্রেসিডেন্ট লুকা যাইয়া এক টুইট বার্তায় বলেন, ‘ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে আজ সকালে হঠাৎ করেই ফসফরাসের মতো সবুজ রঙ দেখা যায় বলে এ এলাকার কিছু বাসিন্দা আমাদের জানান। এটা জানার পরই এ রঙের উৎস কী, তা তদন্ত করতে আমরা পুলিশের সঙ্গে জরুরি বেঠকে বসি।’
তবে বিষয়টি নিয়ে তদন্তের জন্য জরুরি বেঠকের বসার আগেই স্থানীয় তদন্তকারী দল (এআরপিভি ভেনেটো বা রিজিওনাল এজেন্সি ফর এনভায়রনমেন্টাল প্রটেকশন অ্যান্ড প্রিভেনশন অব ভেনেটো বা ভেনিস) এ নিয়ে কাজ শুরু করে বলে দলের মুখপাত্র জানান। তাদের সঙ্গে এ কাজে শহরের ফায়ার সার্ভিসও সাহায্য করছে বলে এ সময় জানানো হয়।
এ ক্ষেত্রে পরীক্ষার জন্য পানির নমুনা সংগ্রহ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করাসহ গন্ডোলার (ভেনিসের খালগুলোতে চলা বিশেষ ধরনের নৌকা) চালক ও অন্যান্য নৌকার চালকদের প্রশ্ন করা হয় বলে জানানো হয়। ওই মুখপাত্র উল্লেখ করেন, পরিবেশবাদী কোনও দল এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলেও জানা যায়নি।
মূলত স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় প্রথম এ রঙ সবার নজরে আসে। পরে বেলা বাড়ার সাথে সাথে রঙও খালের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়।
এদিকে এ ঘটনার জন্য শহরের কাউন্সিলর অ্যান্দ্রিয়া পেগোরারো তাৎক্ষণিকভাবে পরিবেশবাদীদের দায়ী করেছেন। কারণ সাম্প্রতিক মাসগুলোতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ইতালির দর্শনীয় স্থানগুলোতে নানা রকম হামলা চালিয়ে আসছে।
তবে আলটিমা জেনেরাজিওনে নামের পরিবেশবাদী একটি সংগঠনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা সাম্প্রতিক এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে। উল্লেখ্য, গত সপ্তাহেই সংগঠনটি রোমের ত্রেভি নামের একটি ঝরনায় কয়লা ঢেলে দিয়েছিলো।
এদিকে ভেনিসের বিখ্যাত এই গ্র্যান্ড ক্যানেলে পানির রঙ বদলের এ ঘটনা এবারই প্রথম নয়। ১৯৬৮ সালে নিকোলাস গার্সিয়া নামে আর্জেন্টিনার এক শিল্পীও এভাবে এ খালের পানির মধ্যে ফ্লুরোসেন্টের মতো দেখতে সবুজ রঙ ঢেলে দিয়েছিলেন। ওই সময় শহরটিতে বার্ষিক চিত্র প্রদর্শনী ও সঙ্গীত উৎসব চলছিলো। তবে তখন এটি করা হয়েছিলো মূলত পরিবেশগত বিভিন্ন বিষয় এবং প্রকৃতি ও মানবসভ্যতার মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে।
এবারও এমন এক সময়ে শহরটিতে এ পানির রঙ বদলের ঘটনা ঘটলো, যখন মাত্র গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে ভেনিসের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
সূত্র : সিএনএন।