শিল্প-সাহিত্য-বিনোদন

অলকানন্দা স্কুল অব আর্টে কারুশিল্প কর্মশালা

শিল্প-সাহিত্য-বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২২ নভেম্বর ২০২৪;  আপডেট: ১৫:৫২, ২২ নভেম্বর ২০২৪

অলকানন্দা স্কুল অব আর্টে কারুশিল্প কর্মশালা

কর্মশালা শেষে প্রশিক্ষক, শিল্পী ও অতিথিদের সঙ্গে ক্ষুদে শিল্পীরা।

অলকানন্দা স্কুল অব আর্টে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শংকরে স্কুলের ক্যাম্পাসে আজ শুক্রবার এ কর্মশালায় শিশু-কিশোরদের রঙিন কাগজ কেটে কোলাজ তৈরি করা শেখানো হয়। কর্মশালা পরিচালনা করেন শিল্পী আফিয়া নূর।

কর্মশালা শেষে শিল্পী আফিয়া নূরের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি শিশুবন্ধু ও শিল্পী ইমরুল চৌধুরী। এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন শিল্পী বিপ্লব বিপ্রদাস, অলকানন্দা স্কুল অব আর্টের প্রতিষ্ঠাতা ও শিল্পী উমা মণ্ডল এবং স্কুলের শিক্ষক সজীব মণ্ডল।

এ সময় আলোচনা পর্বে তারা ক্ষুদে শিল্পীদের উৎসাহিত করেন এবং সৃজনশীল শিল্পচর্চায় মনোযোগী হতে পরামর্শ দেন। তারা আশা প্রকাশ করে বলেন, শিল্পচর্চার মধ্য দিয়ে শিশু-কিশোররা ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

রঙিন কাগজ কেটে শিল্পকর্ম তৈরি শিখছে শিশু-কিশোররা।

অলকানন্দা স্কুল অব আর্ট কর্তৃপক্ষ জানায়, শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও হাতে-কলমে কাজ করার দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম চলমান থাকবে।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।