বইমেলায় সোহরাব পাশার `নির্বাচিত কবিতা`
টক অব দ্য টাইম রিপোর্ট
প্রকাশিত: ২১:১৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ২১:২০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে কবি সোহরাব পাশার কবিতা সংকলন 'নির্বাচিত কবিতা'। বইটিতে স্থান পেয়েছে ৩০০টির বেশি কবিতা।
একাধিক পুরস্কার ও পদকে ভূষিত কবি সোহরাব পাশার কবিতায় দার্শনিক ও নান্দনিক ভাবনার উপস্থিতি পাওয়া যায়। তার কবিতার বিষয় ও ভাবে প্রাধান্য পায় প্রেম-প্রকৃতি-নারী-সমাজ-স্বদেশ-সমকাল।
বইটির পরিচিতিতে লেখক সম্পর্কে প্রয়াত কবি আশিক সালামের মূল্যায়ন যুক্ত হয়েছে। ভূমিকা লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। লেখক বইটি উৎসর্গ করেছেন খ্যাতিমান মননশীল লেখক রাজীব সরকারকে।
মোট ৩২০ পৃষ্ঠার এ বইটির গায়ে মুদ্রিত মূল্য ৬০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।