`শিল্প-সংস্কৃতির আলো ছায়ায়` সাহিত্যস্রষ্টার স্বরূপ সন্ধান
টক অব দ্য টাইম রিপোর্ট
প্রকাশিত: ০১:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ০৮:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বইটিতে স্থান পেয়েছে মোট ২০টি প্রবন্ধ।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ অত্যন্ত নিবিঢ়। এদের একটিকে বাদ দিলে অন্যটির কথা ভাবা কঠিন হয়ে পড়ে। ঠিক একইভাবে, শিল্প কিংবা সাহিত্যের স্রষ্টা যিনি, তার অন্তর্দৃষ্টির সন্ধান না করে কেবল তার সৃষ্টিকে বোঝার চেষ্টা বৃথা না হলেও অন্তত অসম্পূর্ণ।
এ সময়ের অন্যতম কৃতী প্রাবন্ধিক রাজীব সরকারের লেখনীতে তাই স্বভাবতই সাহিত্যের পাশাপাশি প্রাধান্য পায় সাহিত্যিকের ভাব বিশ্লেষণ। এরই ধারাবাহিকতা বজায় রেখে মাইকেল, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, কবীর চৌধুরী কিংবা সৈয়দ শামসুল হক প্রমুখ সাহিত্যসারথির নানা লেখা ও এসব লেখনীর বিশেষ দৃষ্টিকোণ উঠে এসেছে 'শিল্প-সংস্কৃতির আলো ছায়ায়' শীর্ষক নতুন বইয়ে। বইটিতে লেখা ও লেখকের সমন্বিত পাঠোদ্ধারের পথ সুগম করেছেন রাজীব সরকার বরাবরের মতোই।
বইটিতে স্থান পেয়েছে মোট ২০টি প্রবন্ধ। অমর একুশে বইমেলা ২০২৪-এ 'শিল্প-সংস্কৃতির আলো ছায়ায়' শীর্ষক বইটি প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। বইটির গায়ে মুদ্রিত মূল্য ৩০০ টাকা।