মেরিলিনের এক ছবিই দেড় হাজার কোটি টাকা!
শিল্প-সাহিত্য-বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ১০ মে ২০২২; আপডেট: ০১:৪৩, ২৯ অক্টোবর ২০২২
এতো যুগ পরও মেরিলিন মনরোর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
হলিউডের কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরো মারা যান মাত্র ৩৬ বছর বয়সে। এতো ক্ষুদ্র জীবনকালে তার মতো বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন খুব কম তারকাই। কেবল খ্যাতি নয়, মেরিলিন মনরোকে নিয়ে বিশ্বজুড়ে রীতিমতো উন্মাদনা ছিলো। এরই অংশ হিসেবে মনরো অভিনীত চলচ্চিত্র, তার স্থিরচিত্র, ছবির পোস্টারসহ নানা সামগ্রী তার ভক্তকুলের আগ্রহের কেন্দ্রে থেকেছে সুদীর্ঘ সময় ধরে। জীবদ্দশায় তো বটেই, মনরোর অকালমৃত্যুর দীর্ঘ সময় পরও তাকে নিয়ে সবার এমন উন্মাদনা রয়ে গেছে। অনেক শিল্পীই এঁকেছেন 'সুন্দরের উপমা' হয়ে ওঠা এই কিংবদন্তীর মুখ। ১৯৬২ সালে মনরোর মৃত্যুর পর অন্য অনেক শিল্পীর মতোই তার বেশকিছু ছবি আঁকেন যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পী, পরিচালক ও প্রযোজক অ্যান্ডি ওয়ারহল। তার আঁকা মেরিলিনের মুখগুলো অন্য সব শিল্পীর আঁকা ছবিগুলো ছাপিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। সম্প্রতি এক নিলামে ওয়ারহলের আঁকা মনরোর ওইসব ছবির মধ্যে একটি বিক্রি হলো ১৯৫ মিলিয়ন ডলারে; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি!
নিউইয়র্কের খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স-এ সোমবার ৪০ বর্গ ইঞ্চি আকারের ক্যানভাসে আঁকা 'শট সেইজ ব্লু মেরিলিন' নামের ওই ছবিটি রেকর্ড দামে বিক্রি হলো। নিলামকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ওয়ারহলের আঁকা মনরোর ওই ছবি বিশ শতকের 'আমেরিকান পপ কালচারের সর্বোৎকৃষ্ট নিদর্শন'। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বত্তিচেল্লির 'বার্থ অব ভেনাস', দ্য ভিঞ্চির 'মোনালিসা' এবং পিকাসোর 'লে দুমোজেল দ-ভিনন'-এর পাশাপাশি ওয়ারহলের আঁকা এই মেরিলিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রকর্মগুলোর মধ্যে একটি।
ক্রিস্টি'স কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, এতো যুগ পরও মেরিলিন মনরোর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাকে নিয়ে মানুষের আগ্রহ এখনও বেশ তীব্র। ওয়ারহলের আঁকা মনরোর আরো কিছু ছবি সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভালো দামে বিক্রি হয়েছে। ১৯৬২ সালে ওয়ারহলের আঁকা মনরোর আরেকটি ছবি 'হোয়াইট মেরিলিন' ২০১৪ সালে ৪১ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
ক্রিস্টি'স কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে খুব কম চিত্রকর্মই নিলামে এমন চড়া দামে বিক্রি হয়েছে। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'সালভাতর মুন্দি' চিত্রকর্মটি ২০১৭ সালে এক নিলামে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।
সূত্র : সিএনএন।