জলবায়ু

বিলুপ্তির ঝুঁকিতে অন্তত ১৬,৪২৫ প্রজাতির গাছ : গবেষণা প্রতিবেদন

জলবায়ু ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ৪ নভেম্বর ২০২৪;  আপডেট: ২০:২৭, ৪ নভেম্বর ২০২৪

বিলুপ্তির ঝুঁকিতে অন্তত ১৬,৪২৫ প্রজাতির গাছ : গবেষণা প্রতিবেদন

সমুদ্রপৃষ্টের উচ্চতা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে এ নারিকেল গাছগুলোর উপর। ফিজির একটি সমুদ্র সৈকত।

সারা বিশ্বে অন্তত ১৬ হাজার ৪২৫ প্রজাতির গাছপালা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। গত সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জীববৈচিত্র্য বিষয়ে কলম্বিয়ায় জাতিসংঘের চলমান সম্মেলন চলাকালে এ প্রতিবেদন প্রকাশিত হয়।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর 'রেড লিস্ট'-এর জন্য এ প্রতিবেদন তৈরি করা হয়। সারা বিশ্বের মোট ৪৭ হাজার ২৮২ প্রজাতির গাছপালার ওপর এ গবেষণা পরিচালনা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে অন্তত ১৬ হাজার ৪২৫টি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে গবেষণায় বেরিয়ে এসেছে। এ সংখ্যা পাখি, স্তন্যপায়ী প্রাণি, সরীসৃপ ও উভচর পশুপাখিদের মধ্যে বিলুপ্তির ঝুঁকিতে থাকা মোট প্রজাতির তুলনায় দ্বিগুণেরও বেশি। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এসব প্রজাতির বেশিরভাগই ফিজি, কিউবা, মাদাগাস্কার ও দক্ষিণ আমেরিকায়।

আইইউসিএন-এর মহাপরিচালক গ্রেথেল অ্যাগুইলার সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, এসব গাছপালার বিলুপ্তি রোধে বিশ্বের দেশগুলোর সরকার ও প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

নির্বিচার বৃক্ষ নিধনের ক্ষতিকর প্রভাব পড়ে চলেছে গাছপালার উপর। কলম্বিয়ার লা পাজের প্বাশবর্তী একটি বন।

তিনি বলেন, 'গাছপালাবিহীন একটি পৃথিবীর কথা কল্পনা করা যায়?' গ্রেথেল অ্যাগুইলার আরও বলেন, 'আমরা, মানুষেরা,এসব গাছপালা বাঁচাতে সক্ষম যেগুলোর ওপর আমরা নির্ভরশীল। তাই, দায়িত্বটা বেশ বড়।'

এদিকে, প্রায় এক দশক ধরে চলা এ গবেষণায় পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গাছপালার প্রতি ৩ প্রজাতির মধ্যে ১টির বেশি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। গাছপালা বিলুপ্তির এ আশঙ্কার কারণে সারা বিশ্বের বাস্তুসংস্থান ব্যবস্থা বিপদের মুখে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মূলত, নগরায়নের জন্য নির্বিচার বন উজাড়, কৃষি প্রযুক্তিতে পরিবর্তন, ক্ষতিকর প্রজাতির গাছপালার প্রভাব, গাছের রোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এবং প্রবল ঝড়ের মতো নানা কারণে এ বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গাছপালা জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণ টেনে নিয়ে পৃথিবীর পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তাই, গাছপালা বিলুপ্তির মানে হলো চলমান জলবায়ু সঙ্কটের মাত্রা আরও বেড়ে যাওয়া। এতে মানুষসহ অন্য সব প্রজাতির প্রাণি বা পশুপাখি ও গাছপালা সরাসরি ক্ষতির মুখে পড়বে।

সূত্র : সিএনএন।