সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি
রোকেয়া দিবস উপলক্ষে প্রদর্শিত হলো `হিডেন ফিগারস`
শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫৪, ৯ ডিসেম্বর ২০২৪
৯ ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষে এ চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সম্প্রতি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ক্লাবের উদ্যোগে ৪ ডিসেম্বর 'হিডেন ফিগারস' চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীর অনস্বীকার্য অবদানকে সম্মান জানাতে ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষে এ চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট ১৯৬০-এর দশক। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কর্মরত আফ্রিকান-আমেরিকান তিনজন নারী গণিতবিদ এর কেন্দ্রবিন্দু। তখনকার বর্ণবাদী সমাজ ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে নিজেদের মেধা ও শ্রম দিয়ে জয় করার গল্প এখানে উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক চলচ্চিত্রটি উপভোগ করেন।
এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক নাজনীন সুলতানা।
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।