সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আয়োজনে ‘বিজনেস ফেয়ার’
শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ২০ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৩৩, ২১ নভেম্বর ২০২৪
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ।
জমকালো আয়োজন ও শিক্ষার্থী-দর্শনার্থীর আনন্দমুখর উপস্থিতিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে উদযাপিত হলো বিজনেস ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব-এর উদ্যোগে আজ বুধবার রাজধানীর হাটখোলায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনটি উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ মেলায় স্টল দেন। এসব স্টলে তারা নিজেদের তৈরি নানা পদের পিঠা-পায়েস-কেক-পেস্ট্রি ও ঝাল খাবার প্রদর্শন ও বিক্রি করেন। আরো ছিলো তাদের হাতে তৈরি নানা রকমের পোশাক ও সাজসজ্জার উপকরণ। অনেকে বিভিন্ন রকমের পণ্য কিনে এনেও পসরা সাজান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা এসব স্টল ঘুরে দেখেন আর কেনাকাটা করেন।
দিনব্যাপী এ আয়োজনে সহযোগিতা করে ফ্লেভার্স বাই শেরি, কেক ক্লাউডস বাই আফিয়া এবং বিউটি অবসেশন।
আয়োজকরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য ছিলো উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া।
ছবিতে মেলার কিছু মুহূর্ত :
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।