শিক্ষা ও ক্যারিয়ার

তরুণদের প্রত্যাশাকে ধারণ করে আমাদের চলতে হবে : ড. এসএমএ ফায়েজ

টক অব দ্য টাইম রিপোর্ট

প্রকাশিত: ১৯:০১, ১২ নভেম্বর ২০২৪

তরুণদের প্রত্যাশাকে ধারণ করে আমাদের চলতে হবে : ড. এসএমএ ফায়েজ

ড. ফায়েজ তদারকির বদলে বরং বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতার ওপর জোর দেন। ছবি : টকঅবদ্যটাইম।

'গতানুগতিক পদ্ধতিতে চলার সময় এটা না। আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা অনেক বেশি। তাদের প্রত্যাশাকে ধারণ করে আমাদের চলতে হবে।'

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি পরিদর্শনে এসে এ কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশ্ববিদ্যালয়টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান হিসেবে যোগ দেন অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

এ সময় তিনি বলেন, 'আমি যখন ছাত্র ছিলাম, এখনকার তরুণদের মত এতো বুদ্ধিমান বা সমৃদ্ধ ছিলাম না। কিন্তু এখনকার তরুণরা সবকিছু জানে, চেনে। এখনও আমি তরুণ প্রজন্মের কাছ থেকে শিখছি। একসাথে কাজ করতে পারলে অবশ্যই আমরা এগিয়ে যাবো।'

আজ বেলা ১২টায় রাজধানীর হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করেন ইউজিসি চেয়ারম্যান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ল্যাব ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউজিসিকে একটি 'তদারকিমূলক' প্রতিষ্ঠান মনে করা হয়। কিন্তু, আমরা তদারকি করতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করতে চাই।

নারীদের উচ্চশিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে কাজ করায় বিশ্ববিদ্যালয়টির প্রশংসা করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

আলোচনা পর্বে আরো অংশ নেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান, উপাচার্য ড. পারভীন হাসান, ট্রেজারার ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ।

তারা নারীশিক্ষায় বিশ্ববিদ্যালয়টির চলমান ভূমিকাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের চেয়ারপারসন আবদুস সেলিম, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. ফজিলা বানু লিলি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন হাসান শিরাজী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন সজীব সরকার, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন মোছাঃ শাহানাজ পারভীন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার অধরা শ্রেয়সী অথৈ।

উল্লেখ্য, নারীদের উচ্চশিক্ষায় অবদান রাখতে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।