শিক্ষা ও ক্যারিয়ার

`নারী নির্যাতন বন্ধ করতে হলে তাদের ক্ষমতায়ন জরুরি`

টক অব দ্য টাইম রিপোর্ট

প্রকাশিত: ০১:০৫, ৬ নভেম্বর ২০২৪;  আপডেট: ০৮:৫৫, ৬ নভেম্বর ২০২৪

`নারী নির্যাতন বন্ধ করতে হলে তাদের ক্ষমতায়ন জরুরি`

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মানবাধিকারকর্মী ও নারী অধিকার বিষয়ক সংগঠন `নারীপক্ষ`-এর প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক।

নারী-পুরুষের মধ্যে ক্ষমতার ভারসাম্য না থাকা নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ। স্বাবলম্বী নারীরা সাধারণত নির্যাতনের শিকার হয় কম। এজন্য নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি।

রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সেমিনারে আলোচকরা এমন মতামত জানান। আগামী ২৫ নভেম্বর ২০২৪ 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ক্লাবের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মানবাধিকারকর্মী ও নারী অধিকার বিষয়ক সংগঠন 'নারীপক্ষ'-এর প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রেজারার ড. আহমেদ আবদুল্লাহ জামাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের চেয়ারপারসন আবদুস সেলিম, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. ফজিলা বানু লিলি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন হাসান শিরাজী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন সজীব সরকার, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন মোছাঃ শাহানাজ পারভীন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে শিরীন হকের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক নাজনীন সুলতানা।

স্বাগত বক্তব্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতার গুরুত্ব সম্পর্কে কথা বলেন ইলিয়াস আহমেদ।

শিরীন হক নারী অধিকার নিয়ে তার দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর পাশাপাশি তিনি দেশে বিদ্যমান নানা আইনে নারী-পুরুষের মধ্যে থেকে যাওয়া বৈষম্যের দিকটি নিয়ে কথা বলেন।

ড. আহমেদ আবদুল্লাহ জামাল তার বক্তব্যে নারীর ক্ষমতায়নে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেন।

উপাচার্য ড. পারভীন হাসান নারী শিক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

অতিথি আলোচক শিরীন হককে উত্তরীয় পরিয়ে দিয়ে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ড. পারভীন হাসান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান অথৈ। একই বিভাগের শিক্ষার্থী মুন্নী বসাক এবং জুবাইদা শারমিন যথাক্রমে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সেলিনা সারা এবং আইরিন আক্তার সাদিয়া।

"নারী নির্যাতন রুখতে হবে, এই হাত হাতিয়ার হবে" - সমস্বরে এ স্লোগানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।