সিডব্লিউইউর সাংবাদিকতা বিভাগের অগ্রায়ন ও নবীন বরণ
টক অব দ্য টাইম রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৯, ২৮ জুলাই ২০২৩; আপডেট: ১১:৫৮, ২৮ জুলাই ২০২৩
শিক্ষাপর্ব শেষ করা শিক্ষার্থীদের একাংশ। অনুষ্ঠান শেষে শিক্ষকদের সঙ্গে ফটোসেশন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 'অগ্রায়ন ও নবীন বরণ' উৎসব অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। এ বিভাগের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা সফলভাবে শিক্ষাপর্ব শেষ করেছেন, অগ্রায়ন পর্বে তাদের অভিনন্দন জানানো হয়। এ ছাড়া এ বিভাগে ফল-২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এবং রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন সজীব সরকার, প্রভাষক হাসিনুস সাবাহ এবং প্রভাষক জারিন তাসনিম।
শিক্ষাপর্ব শেষ করে বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান বক্তারা।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফারহিন মাহবুব, সানজিদা বিনতে রশিদ, শারমিন আশা স্বর্ণা এবং রাশেদা-উল-হক।
অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক পরিবেশনাও। এতে অংশ নেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। গান পরিবেশন করেন নুসরাত জাহান অথৈ। নাচ পরিবেশন করেন আসিয়া আক্তার ঝুমু এবং ইফফাত জাহান স্বর্ণা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সানজানা শাহরীন প্রমি এবং সানজিদা খন্দকার।